বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিক প্রার্থী ও বিদ্রোহী প্রার্থীর মধ্যে দ্বন্দ্বের জের ধরে আব্দুল খালেক (৪২) নামে এক যুবলীগ কর্মী গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন বলে জানা গেছে। এছাড়া আহত হয়েছে অন্তত ১৫ জন।
বুধবার দিবাগত রাত পৌনে ১১টার দিকে জেলার দেওয়ানগঞ্জ উপজেলার চুকাইবাড়ী ইউনিয়ন পরিষদ ভবনে এ ঘটনা ঘটে।
নিহত যুবলীগ কর্মী আব্দুল খালেকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। তিনি দেওয়ানগঞ্জ পৌরসভার ডালবাড়ি এলাকার আব্দুল মজিদের ছেলে এবং দেওয়ানগঞ্জ একে মেমোরিয়াল কলেজ ছাত্রসংসদের জিএস ছিলেন।
গুরুতর আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল, জামালপুর জেনারেল হাসপাতাল এবং দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ঘটনার পর থেকে ওই এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।