মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের পর মঙ্গলবার ভিয়েতনামে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভিয়েতনামের রাজধানী হ্যানয়তে কিম জং উনের সঙ্গে নির্ধারিত বৈঠকে অংশ নিতেই তার ভিয়েতনাম আসা। বুধবার রাতে তাদের দুই দিনব্যাপী বৈঠক শুরু হতে যাচ্ছে। বুধবার ও বৃহষ্পতিবার এই দুই নেতা উত্তর কোরিয়ার পরমানু কার্যক্রম বাতিলের বিষয়ে আলোচনা করবেন। তাই এই সম্মেলনের দিকে তাকিয়ে আছে সমগ্র বিশ্ব। খবর আল-জাজিরা।
কিম জং উনের সঙ্গে ঐতিহাসিক সাক্ষাতের পূর্বে ভিয়েতনামের প্রেসিডেন্ট গুয়েন ফু ত্রং এর সঙ্গে বৈঠক করেন। সেখানে দুই দেশের প্রেসিডেন্ট একটি বাণিজ্যিক চুক্তি সাক্ষর করেন। এরপর ভিয়েতনামের প্রধানমন্ত্রীর সঙ্গেও বৈঠকের কথা রয়েছে ট্রাম্পের। এদিকে ভিয়েতনাম পৌঁছেই টুইট করেছেন ট্রাম্প। টুইটে তিনি লেখেন, মাত্র হ্যানয়ে পা রাখলাম। অসাধারণ অভ্যর্থনার জন্য ধন্যবাদ। এখানে দারুন কোলাহল। সকলের জন্য অনেক ভালবাসা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।