মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভিয়েতনাম মঙ্গলবার আন্তর্জাতিক ফ্লাইটের ওপর থেকে কোভিড নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে। টিকার পুরো ডোজ নেয়া যাত্রীরাই কেবল এ সুবিধা পাবে। দেশটির বিমান পরিবহন কর্তৃপক্ষ সোমবার এ খবর জানিয়েছে। করোনা মহামারীর কারণে কমিউনিস্ট রাষ্ট্রটি বলতে গেলে ২০২০ সালের মার্চ মাস থেকে পুরো বিশ্ব থেকে নিজেকে বিচ্ছিন্ন রেখেছে। এতে বিপর্যয়ের মুখে পড়েছে দেশটির পর্যটন শিল্প। ভিয়েতনাম গত নভেম্বর থেকে ধীরে ধীরে নানা ধরনের নিষেধাজ্ঞা শিথিল করতে শুরু করে। রোববার বিমান পরিবহন কর্তৃপক্ষের বিবৃতিতে বলা হয়, শিডিউল কিংবা নন শিডিউল উভয় যাত্রীবাহী বিমানের ওপর থেকে মঙ্গলবার নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে। এতে বলা হয়, যে কাউকে ভিয়েতনামে ঢুকতে হলে তাকে টিকার পুরো ডোজই গ্রহণ করতে হবে। উল্লেখ্য দেশটির ৯০ শতাংশেরও বেশি প্রাপ্তবয়স্ক লোক টিকার দুটি ডোজই গ্রহণ করেছে। রয়টার্স।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।