Inqilab Logo

রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

ভারতীয় বিমান বাহিনীর কর্মকর্তার আত্মহত্যা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৭ ফেব্রুয়ারি, ২০১৯, ২:৫১ পিএম

ভারতীয় বিমান বাহিনীর কর্মকর্তা উইং কমান্ডার অরভিন্দ সিং নিজের ঘাড়ে গুলি করে আত্মহত্যা করেছেন। দেশটির প্রায়াগরাজে বিমান বাহিনীর আবাসিক এলাকায় নিজের সরকারি বাসভবনে মঙ্গলবার সকালে একটি ডাবল ব্যারেল বন্দুক দিয়ে নিজেকে গুলি করে আত্মহত্যা করেন অরভিন্দ।

উইং কমান্ডার অরভিন্দ সিং সেন্ট্রাল এয়ারফোর্স কমান্ডের গণসংযোগ কর্মকর্তা ছিলেন বলে জানা যায়। কী কারণে তিনি আত্মহত্যা করেছেন, তা জানা সম্ভব হয়নি। তবে প্রাথমিক তদন্তে তার স্ত্রী পুজা জানিয়েছেন, কর্মস্থলের কারণে অরভিন্দ মানসিক চাপে ছিলেন।
এদিকে, এখন পর্যন্ত এ ঘটনায় তার কোনো সুইসাইড নোট পাওয়া যায়নি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ