Inqilab Logo

বুধবার ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মার্কিন চাপ সত্ত্বেও রাশিয়া থেকে এস-৪০০ কিনছে তুরস্ক

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৭ ফেব্রুয়ারি, ২০১৯, ২:২৪ পিএম

রাশিয়া থেকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ কেনার বিষয়টি চূড়ান্ত করেছে তুরস্কের প্রেসিডেন্ট রজব তৈয়ব এরদোয়ান। গতকাল মঙ্গলবার দেশটির এনটিভিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা জানান।

তুর্কি প্রেসিডেন্ট বলেন, এস-৪০০ নিয়ে আর বিতর্কের সুযোগ নেই। রাশিয়া থেকে এই ব্যবস্থা কেনার বিষয়টি চূড়ান্ত হয়ে গেছে। তবে আমেরিকা কখনো তার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা প্যাট্রিয়ট বিক্রির জন্য উপযুক্ত পরিস্থিতি তৈরি করলে আঙ্কারা তাদের কাছ থেকেও তা কিনবে।

আমেরিকা তুরস্ককে এস-৪০০ কেনার সিদ্ধান্ত পরিবর্তনের জন্য চাপ দিয়ে আসছে। তবে তুরস্ক এর আগেও বলেছে, তারা মার্কিন চাপের কাছে নতি স্বীকার করবে না।

পার্সটুডে বলছে, গত বছরের ২৬ মে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, এস-৪০০ কেনার ক্ষেত্রে তুরস্ককে বাধা দেওয়ার কোনো অধিকার আমেরিকার নেই। ২০১৭ সালে তুরস্ক ও রাশিয়ার মধ্যে এস-৪০০ ক্রয় সংক্রান্ত চু্ক্তি সই হয়েছে।

উল্লেখ্য, এস-৪০০ রাশিয়ার সর্বাধুনিক প্রযুক্তির একটি ক্ষেপণাস্ত্র। এর আগে চীন রাশিয়ার কাছ থেকে এই প্রযুক্তি কিনেছে। এ ছাড়া ভারতও ক্ষেপণাস্ত্রটি কিনতে রাশিয়ার সঙ্গে চুক্তি করেছে।

বিশেষজ্ঞরা বলছেন, এস-৪০০ ক্ষেপণাস্ত্র একই সময়ে ৩৬টি লক্ষবস্তুতে আঘাত হানতে পারে, এমনকি একই সময়ে ৭২টি মিসাইল ছুড়তে সক্ষম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তুরস্ক

২৮ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ