Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারতের বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৭ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৪ এএম

পুলওয়ামায় জঙ্গি হামলার জবাবে আজাদ কাশ্মীরে ভারতীয় বিমান বাহিনীর আকস্মিক হামলার পর যথাযথ জবাব দেয়ার হুঁশিয়ারি দিয়েছে ইসলামাবাদ। নিয়ন্ত্রণরেখা পেরিয়ে পাকিস্তানের অভ্যন্তরে হামলার পর দেশের সব বিমানবন্দরে উচ্চ সতর্কতা জারি করেছে ভারত। একই সঙ্গে লুতিয়েন্স এলাকায় প্রতিরক্ষা স্থাপনায় নিরাপত্তা বাড়ানো হয়েছে। অপরদিকে, সীমান্তের কাছাকাছি পাঞ্জাবের বিভিন্ন এলাকায় উচ্চ সতর্কতা জারি করেছে সংশ্লিষ্ট প্রশাসন এবং পুলিশ।
ওই হামলার কথা স্বীকার করলেও পাকিস্তানের তরফ থেকে দাবি করা হয়েছে, ভারতীয় বিমান বাহিনী নিয়ন্ত্রণ রেখা লঙ্ঘন করেছে। সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল আসিফ গফুর এক টুইট বার্তায় জানিয়েছেন, ভারতীয় সামরিক বিমান তাদের আকাশসীমা লঙ্ঘন করার পর পাকিস্তানি জঙ্গি বিমানের তাড়া খেয়ে পালানোর আগে বালাকোটের কাছে বোমা ফেলে গেছে। এই ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়নি বলেও উল্লেখ করেছেন তিনি। একই সঙ্গে তিনি উল্লেখ করেছেন, সময়মতো উপযুক্ত সাড়া দিয়েছে পাকিস্তানের বিমান বাহিনী। ফলে পাক বাহিনীর তাড়া খেয়ে পালাতে বাধ্য হয়েছে ভারতীয় সেনারা। গত ১৪ ফেব্রুয়ারি ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পুলওয়ামায় ভয়াবহ আত্মঘাতী হামলা চালায় পাকিস্তানভিত্তিক জঙ্গি গোষ্ঠী জয়েশে মোহাম্মদ। এরপর থেকেই ভারত এবং পাকিস্তানের মধ্যে কূটনৈতিক সংঘাত চরমে উঠেছে।
টুইটারে ভারতীয় নেতাদের উচ্ছ্বাস
নিয়ন্ত্রণ রেখা (এলওসি) পেরিয়ে আজাদ কাশ্মীরে গিয়ে ভারতীয় বিমানবাহিনীর হামলার পর সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারের টুইটে টুইটে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ভারতের রাজনৈতিক নেতারা। হামলার পরই ভারতীয় যুদ্ধবিমানের পাইলটদের স্যালুট জানান কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী।
টুইট করে তিনি লেখেন, আমি আইএএফ-এর পাইলটদের স্যালুট জানাই। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও রাজ্যটির ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জিও আইএইফ (ইন্ডিয়ান এয়ার ফোর্স)-এর প্রশংসা করে টুইট করে লিখেছেন, আইএএফ-এর আরেকটি অর্থ হল ইন্ডিয়ানস অ্যামেজিং ফাইটারস। জয় হিন্দ। আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল লেখেন, আমি আএএফ-এর পাইলটদের সাহসিকতাকে কুর্ণিশ জানাই, যারা পাকিস্তানের মাটিতে জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে। সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব টুইট করে জানান, আমি আইএএফ তথা ভারতের সমস্ত সশস্ত্র বাহিনীকে অভিনন্দন জানাই। রাষ্ট্রীয় জনতা দল নেতা তেজস্বী যাদব জানান, আমরা আমাদের বিমান বাহিনীর পাইলটদের স্যালুট জানাই। আমরা আমাদের বাহিনীর জন্য গর্বিত ও ধন্য। জয় হিন্দ। তবে রাহুল থেকে মমতা প্রত্যেকের টুইটেই একটা বিষয় স্পষ্ট যে, তারা কেউই বিমানবাহিনীর এই সাফল্যের কৃতিত্ব কেন্দ্রীয় সরকার বা নরেন্দ্র মোদিকে দিতে নারাজ। তাই বেশি শব্দ খরচ না করে বিমানবাহিনীকেই গোটা কৃতিত্ব দিয়েছেন তারা। সূত্র : ওয়েবসাইট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ