Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভারতের আবেদন আমলে নেবে না আইসিসি

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৭ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৫ এএম

পুলওয়ামায় সন্ত্রাসী হামলার ঘটনায় ভারতের বিভিন্ন মহল থেকে আসন্ন আইসিসি বিশ্বকাপে পাকিস্তান ম্যাচ বয়কটের কথা বলা হচ্ছে। এই তালিকায় রয়েছেন ভারতীয় ক্রিকেট দলের সাবেক তারকারাও। বিসিসিআইয়ের পক্ষ থেকেও এ ব্যাপারে আইসিসির কাছে চিঠি দেওয়া হয়েছে। কিন্তু আইসিসির চিফ এক্সিকিংটিভ কমিটির সভায় এ বিষয় আলোচনাতেই আসবে না বলে জানিয়েছেন সভায় অংশ নিতে যাওয়া বিসিসিআইয়ের-ই এক কর্মকর্তা।
ভারতীয় ক্রিকেট বোর্ডের বর্তমান অ্যাডমিনিসট্রেটর্স কমিটি আইসিসিকে একটি চিঠি দেয়। সেখানে ‘সন্ত্রাসবাদে উদ্বুদ্ধ’ ঘটনার কারণে ম্যাচ বয়কটের কথা বলা হলেও সেখানে স্পষ্টভাবে পাকিস্তানের কথা উল্লেখ করা হয়নি। চিফ এক্সিকিউটিভদের নিয়ে আইসিসির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হবে আজ দুবাইয়ে। সেখানে বিসিসিআইয়ের সিইও রাহুল জহরির চিঠি টেবিলে উত্থাপন করে এ ব্যাপারে আলোচনা করা হবে বলে জানা গেছে।
আগামী ৩০ মে থেকে ইংল্যান্ড ও ওয়েলসে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপে দলের খেলোয়াড় ও অফিসিয়ালদের নিরাপত্তার ব্যাপারেও আলোচনা করবে বিসিসিআই। নাম প্রকাশ না করার শর্তে বিসিসিআইয়ের একজন কর্মকর্তা বলেন, ‘বিশ্বকাপের জন্য আইসিসি সব ধরণের নিরাপত্তার বিষয় খোলোসা করবে। এটা অংশগ্রহনকারী সকল দলের জন্যেই।’ তবে সভায় ভারতের পাকিস্তান ম্যাচ বয়কটের ব্যাপারে আইসিসি আলোচনায় আগ্রহী হবে না বলেই জানান তিনি। কারণ এর কোন বিকল্প তাদের হাতে নেই, ‘আইসিসির হাতে এমন কোন বিকল্প নেই যে কোন ক্রিকেট বোর্ডকে তারা বলবে অন্য আরেকটি দলের সঙ্গে খেলা চালিয়ে নিতে। এটা করার কোন নিয়ম নেই। এটা কূটনৈতিক সমস্যা যা সরকারী পর্যায়ের হস্তক্ষেপে মোকাবেলা করা হয়।’
আইসিসির সভায় অংশ নিতে যাওয়া ঐ কর্মকর্তা বলেন, ‘একটি বোর্ড চাইলে সবসময় আলোচনা করতে পারে কিন্তু এটা নিশ্চিত যে এ ব্যাপারে (ম্যাচ বয়কট) কিছুই হবে না।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আইসিসি


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ