Inqilab Logo

বুধবার, ২৯ মে ২০২৪, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ২০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

মেসিকে সব সময় পাশে পেয়েছি: অশ্রুসিক্ত নয়নে নেইমার

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৬ ফেব্রুয়ারি, ২০১৯, ৮:৫৮ পিএম

‘এই গল্পটি আমি সবার কাছেই বলি। আমার যখন প্রয়োজন ছিল তখনই দলটির পক্ষ থেকে একজনকে সব সময়ই পাশে পেয়েছি। তিনি বিশ্বের সেরা, আমার পাশে দাঁড়িয়েছেন আমাকে ভালোবাসা দিয়েছেন।’
ব্রাজিলের টিলিভিশন শো ‘গ্লোবো স্পোর্তে’কে দেয়া এক সাক্ষাতকারে আবেগপ্রবণ হয়ে লিওনেল মেসিকে নিয়ে এসব বলছিলেন নেইমার।
২০১৭ সালের আগস্টে ২২২ মিলিয়ন ইউরোতে বার্সেলোনা থেকে প্যারিস সেন্ট জার্মেইতে (পিএসজি) যোগ দেন এই ব্রাজিলিয়ান।
২০১৪ সাল থেকে স্প্যানিশ ক্লাবটিতে আর্জেন্টাইন মহাতারকা মেসি, উরুগুইয়ান স্ট্রাইকার লু্ইস সুয়ারেজের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে খেলেছেন। বার্সার এই ত্রয়ীকে ফুটবল বিশ্ব চেনতো এমএসএন (মেসি, সুয়ারেজ, নেইমার) হিসেবে। এক সঙ্গে তারা জিতেছেন লা লিগা, কোপা ডেলরে, চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি।
২০১৩ সালে ব্রাজিলিয়ান দল সান্তোস থেকে নেইমার যোগ দেন বার্সায়। লা লিগা থেকেই বিশ্ব ফুটবলে তারকা খ্যাতি লাভ করেন তিনি।
নেইমারের কাছে প্রশ্ন রাখা হয় কাতালান দলটি ছাড়ার সময় কেমন পরিস্থিতি সামনে এসেছিল। জবাবে অশ্রুসিক্ত নয়নে তিনি বলেন, অনেক কঠিন! বার্সাতে লিও (মেসি) আমার জন্য খুব বিশেষ ছিলেন।
তিনি জানান, নতুন জায়গায় যোগ দেবার পর মেসি তাকে ভীতসন্ত্রস্ত হতে মানা করেছিলেন। আর সেটি তাকে সেখানে গিয়ে মানিয়ে নিতে সাহায্য করেছিল।
নেইমার বলেন সে আমার সঙ্গে কথা বলেছিল, সে বলেছিল, যখনই এখানে আসবা, তুমি আগের মতই হাসি-খুশি থাকবা। যেমনটা সান্তোসে ছিলা। কখনও লজ্জা পাবা না, আমাকে বা ক্লাবের অন্য কাউকেই ভয় পাবা না। আমরা এখানে আছি তোমাকে সহায়তা দেয়ার জন্য।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফুটবল

২৩ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ