Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘মার্চেই ফিরবেন নেইমার’

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৬ ফেব্রুয়ারি, ২০১৯, ৬:৫৯ পিএম

আগামী ৬ মার্চ ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ১৬’র ফিলতি পর্বের ম্যাচ খেলবে পিএসজি। এরপরই ব্রাজিলিয়ান তারকা নেইমার অনুশীলনে ফিরবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন প্যারিস সেইন্ট-জার্মেই কোচ টমাস টাচেল।

গত ২৩ জানুয়ারি থেকে পায়ের ইনজুরির কারণে বিশ্বের সবচেয়ে দামী খেলোয়াড় মাঠের বাইরে রয়েছেন। স্ট্র্যাসবার্গের বিপক্ষে ফ্রেঞ্চ কাপের ফাইনালে তিনি ইনজুরিতে আক্রান্ত হয়ে ১০ সপ্তাহের জন্য বিশ্রামে যেতে বাধ্য হন। পিএসজি আশা করছে এপ্রিলে চ্যাম্পিয়ন্স লিগের সম্ভাব্য কোয়ার্টার ফাইনালের আগেই দলের এই মূল তারকা ফিরে আসবেন।

গত ২০ ফেব্রুয়ারি থেকে চিকিৎসার কারণে নেইমার ব্রাজিলে অবস্থান করছেন। পিএসজির প্রথম লেগে ২-০ গোলের জয়ের ম্যাচটিতেও নেইমার খেলতে পারেননি। এ সম্পর্কে টাচেল বলেন, ‘ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে দ্বিতীয় লেগের ম্যাচের আগে তার ফিরে আসাটা গুরুত্বপূর্ণ ছিল। তবে আশা করছি ম্যাচটির পরপরই সে অনুশীলনে ফিরতে পারবে। সময়ের ব্যবধানের কারনে তার সাথে কথা বলাটা কঠিন হয়ে পড়েছে। কিন্তু আমরা নিয়মিত মেইলের মাধ্যমে যোগাযোগ রাখছি। আমি জানি ব্রাজিলে সে যখন থাকে ভালই থাকে।’

নেইমারের অনুপস্থিতিতে ফ্রেঞ্চ চ্যাম্পিয়নরা সাতটি ম্যাচে জয়ী হয়েছে ও মাত্র একটিতে পরাজিত হয়েছে। গত মৌসুমেও মেটাটারসেল ইনজুরির কারণে তিন মাস মাঠের বাইরে ছিলেন নেইমার। পরবর্তীতে সুস্থ হয়ে বিশ্বকাপের আগে তিনি জাতীয় দলে ফিরে এসেছিলেন।

Ôgv‡P©B wdi‡eb †bBgviÕ

†¯úvU©m †W¯‹ : AvMvgx 6 gvP© g¨vb‡P÷vi BDbvB‡U‡Wi wec‡¶ P¨vw¤úqÝ wj‡Mi †kl 16Õi wdjwZ c‡e©i g¨vP †Lj‡e wcGmwR| GiciB eªvwRwjqvb ZviKv †bBgvi Abykxj‡b wdi‡eb e‡j Avkvev` e¨³ K‡i‡Qb c¨vwim †mB›U-Rv‡g©B †KvP Ugvm Uv‡Pj|

MZ 23 Rvbyqvwi †_‡K cv‡qi BbRywii Kvi‡Y we‡k¦i me‡P‡q `vgx †L‡jvqvo gv‡Vi evB‡i i‡q‡Qb| ÷ª¨vmev‡M©i wec‡¶ †d«Â Kv‡ci dvBbv‡j wZwb BbRywi‡Z AvµvšÍ n‡q 10 mßv‡ni Rb¨ wekÖv‡g †h‡Z eva¨ nb| wcGmwR Avkv Ki‡Q GwcÖ‡j P¨vw¤úqÝ wj‡Mi m¤¢ve¨ †KvqvU©vi dvBbv‡ji Av‡MB `‡ji GB g~j ZviKv wd‡i Avm‡eb|

MZ 20 †deªæqvwi †_‡K wPwKrmvi Kvi‡Y †bBgvi eªvwR‡j Ae¯’vb Ki‡Qb| wcGmwRi cÖ_g †j‡M 2-0 †Mv‡ji R‡qi g¨vPwU‡ZI †bBgvi †Lj‡Z cv‡ibwb| G m¤ú‡K© Uv‡Pj e‡jb, Ôg¨vb‡P÷vi BDbvB‡U‡Wi wec‡¶ wØZxq †j‡Mi g¨v‡Pi Av‡M Zvi wd‡i AvmvUv ¸iæZ¡c~Y© wQj| Z‡e Avkv KiwQ g¨vPwUi ciciB †m Abykxj‡b wdi‡Z cvi‡e| mg‡qi e¨eav‡bi Kvi‡b Zvi mv‡_ K_v ejvUv KwVb n‡q c‡o‡Q| wKš‘ Avgiv wbqwgZ †gB‡ji gva¨‡g †hvMv‡hvM ivLwQ| Avwg Rvwb eªvwR‡j †m hLb _v‡K fvjB _v‡K|Õ

†bBgv‡ii Abycw¯’wZ‡Z †d«Â P¨vw¤úqbiv mvZwU g¨v‡P Rqx n‡q‡Q I gvÎ GKwU‡Z civwRZ n‡q‡Q| MZ †gŠmy‡gI †gUvUvi‡mj BbRywii Kvi‡Y wZb gvm gv‡Vi evB‡i wQ‡jb †bBgvi| cieZ©x‡Z my¯’ n‡q wek¦Kv‡ci Av‡M wZwb RvZxq `‡j wd‡i G‡mwQ‡jb|

 

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফুটবল

২৩ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ