বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
আসন্ন তৃতীয় দফায় উপজেলা পরিষদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে চেয়ারম্যান পদে পাঁচজন, পুরুষ ভাইস-চেয়ারম্যান পদে ছয়জন ও মহিলা ভাইস-চেয়ারম্যান পদে তিনজন মনোনয়নপত্র রির্টানিং অফিসারের নিকট দাখিল করেছেন। মনোনয়ন দাখিলকারীরা হলেন- চেয়ারম্যান পদে সৈয়দ নজরুল ইসলাম (আ.লীগ), মহসীন আলী মিঞা (আ.লীগ সমর্থিত), জামাল হোসেন পলাশ (জাসদ), মাসুদ রানা টুটুল (স্বতন্ত্র) ও মেহেদী হাসান (বিএনএফ)। এছাড়া ভাইস-চেয়ারম্যান পদে গোলাম কিবরিয়া (আ.লীগ সমর্থিত), অধ্যাপক রফিকুল ইসলাম (যুবলীগ), মেসমাউল হক (যুবলীগ), মজিবুর রহমান প্রধান শিক্ষক (অবসরপ্রাপ্ত), গোলাম মুর্শেদ পারভেজ (সাবেক ছাত্রলীগ) ও সাইফুল ইসলাম (সাবেক ছাত্রলীগ) এবং মহিলা ভাইস-চেয়ারম্যান পদে শিউলি বেগম (মহিলা লীগ), নূরজাহান খাতুন ও মোসা. নুরজাহান (ল্যাচন)। উপজেলা নির্বাচন কর্মকর্তা আবু রায়হান কুদ্দুস জানান, শিবগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে পাঁচজন, ভাইস-চেয়ারম্যান (পুরুষ) ছয়জন ও মহিলা ভাইস-চেয়ারম্যান পদে তিনজন মঙ্গলবার মনোনয়নপত্র দাখিল করেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।