বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
প্রথমবারের মত বাংলাদেশ সফরে এসেছেন জাতিসংঘের শিশুবিষয়ক সংস্থা ইউনিসেফের প্রধান নির্বাহী হেনরিয়েটা এইচ ফোর। চারদিনের সফরে তিনি সোমবার ঢাকায় পৌঁছান। তার সঙ্গে বাংলাদেশ সফর করছেন জাতিসংঘের মানবতা বিষয়ক বিশেষ দূত আহমেদ আল মেরাইক ।
বাংলাদেশ সফরের আগে গত জানুয়ারিতে ইউনিসেফ প্রধান নির্বাহী হেনরিয়েটা মিয়ানমার সফর করেন। গত ৩০ বছরে এটাই ছিল কোনো ইউনিসেফ প্রধানের প্রথম মিয়ানমার সফর।
সূত্র জানায়, হেনেরিয়েটা সরাসরি কক্সবাজার গেছেন, এখনও সেখানেই অবস্থান করছেন। মিয়ানমারের সেনা নির্যাতনের মুখে পালিয়ে আসা প্রায় ১১ লাখ রোহিঙ্গা কক্সবাজারে আশ্রয় নিয়েছে। সোমবার বেশ কয়েকটি রোহিঙ্গা শিবির পরিদর্শন করেছেন, ইউনিসেফ পরিচালিত লার্নিং সেন্টারও ঘুরে দেখেছেন তিনি। কথা বলেছেন ফেসবুক লাইভে।
আগামীকাল বুধবার ঢাকা হয়ে ফিরবেন তিনি। সফরকালে সরকারের বিভিন্ন পর্যায়ের বেশ কয়েকটি বৈঠক করার কথা রয়েছে ইউনিসেফ প্রধান হেনরিয়েটার।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।