Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শিকড় বিহারে!

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৬ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৪ এএম

বেভারলি হিলসে মহা সমারোহে সম্পন্ন হল ৯১তম অস্কার অনুষ্ঠান। তাতে সেরা অভিনেত্রী নির্বাচিত হলেন অলিভিয়া কোলম্যান। ‘দ্য ফেভারিট’ ছবির জন্য এই সম্মান পেলেন তিনি। তার পর থেকেই তাকে নিয়ে হইচই শুরু হয়ে গিয়েছে, যার নেপথ্যে রয়েছে ভারতের মাটির সঙ্গে তার গভীর সম্পর্ক।
দীর্ঘদিন ধরে বিনোদন জগতের সঙ্গে যুক্ত অলিভিয়া কোলম্যান। কয়েক মাসে আগে ব্রিটিশ টেলিভিশনের ‘হু ডু ইউ থিঙ্ক ইউ আর’ অনুষ্ঠানে অংশ নেন তিনি। তথ্যচিত্র ঘরানার ওই অনুষ্ঠানে বিখ্যাত ব্যক্তিত্বদের বংশপরম্পরার ইতিহাস তুলে ধরা হয়। নিজের পারিবারিক ইতিহাস ঘাঁটতে গিয়ে তাতে ভারতের বিহারের সঙ্গে যোগসূত্র খুঁজে পান অলিভিয়া। বিস্তারিত জানতে বিহারের কিসানগঞ্জ এবং কলকাতায় হাজির হন তিনি। ব্রিটিশ ক্লাবে সংরক্ষিত নথিপত্র ঘেঁটে দেখেন। তা থেকে জানতে পারেন, রিচার্ড ক্যাম্পবেল বাজেট নামের তার এক নানা দক্ষিণ আফ্রিকার সেন্ট হেলেনা দ্বীপে জন্মগ্রহণ করেন। পরবর্তীকালে ইংল্যান্ডের ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে যোগ দেন। সেই উপলক্ষে প্রথমে লন্ডন যান। সেখান থেকে পোস্টিং পান কলকাতায়। সেই সময় বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি। সেই প্রেমে সন্তানও হয় তার। তারই ছেলে চার্লস আবার বিয়ে করেন হ্যারিয়ট নামের এক মহিলাকে, ১৮০০ সালের শুরুতে বিহারের কিসানগঞ্জে যার জন্ম।
তবে কিসানগঞ্জের সঙ্গে অলিভিয়ার যোগসূত্র শুধু এইটুকু নয়, হ্যারিয়টের বাবা কিসানগঞ্জের এক ভারতীয় মহিলাকে বিয়ে করেন। হ্যারিয়ট তাদেরই সন্তান বলে জানতে পারেন অলিভিয়া কোলম্যান। বাবার মৃত্যু হলে তিনবছর বয়সে হ্যারিয়টকে কলকাতা থেকে হুগলি নদী হয়ে ইংল্যান্ড পাঠিয়ে দেয় ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ১৮৩২ সাল নাগাদ ফের ভারতে ফিরে আসেন হ্যারিয়ট। বিয়ে করেন। কিন্তু বিয়ের অল্পদিনের মধ্যেই বিয়ে মৃত্যু হয় তার প্রথম স্বামীর। যার পর চার্লসকে দ্বিতীয়বার বিয়ে করেন তিনি। দু’জনে মিলে ভারতেই সংসার পাতেন। পরিবারের লোকজনের মুখে কখনও হ্যারিয়টের নামও শোনেননি অলিভিয়া। সেই হ্যারিয়টের সূত্রে ভারতের সঙ্গে নিবিড় সম্পর্কের কথা জানতে পেরে অনুষ্ঠান চলাকালীনই আবেগপ্রবণ হয়ে পড়েন অলিভিয়া কোলম্যান। তিনি জানান, ‘ইংল্যান্ডের বাইরে আমার পরিবার পা রেখেছে বলে কখনও ভাবিনি। কিন্তু ভারতের সঙ্গে আমাদের এত গভীর সংযোগ তা জানতাম না। যে হ্যারিয়টের নামও কখনও শুনিনি, এখন তাকে শ্রদ্ধা করতে শুরু করেছি।’ সূত্র: ইন্ডিয়া টুডে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ