Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মানহানির মামলায় জামিন

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৬ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৪ এএম

জামিন পেলেন সাংবাদিক প্রিয়া রমানি। সোমবার দিল্লির পাতিয়ালা হাউস কোর্ট থেকে তিনি ১০ হাজার টাকার ব্যাক্তিগত বন্ডে জামিন পান। ভারতের প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এম জে আকবরের বিরুদ্ধে যৌন হেনস্থা ও ধর্ষণের অভিযোগ আনার পর প্রিয়ার বিরুদ্ধে পাল্টা মানহানির মামলা করেন আকবর। সেই মামলায় আগামী ১০ এপ্রিল ফের তাকে আদালতে হাজিরা দিতে হবে।
জামিন পাওয়ার পর প্রিয়া রমানি বলেন, ‘১০ এপ্রিল ওরা আমার বিরুদ্ধে চার্জ গঠন করবে। তখনই আমি আমার গল্পটা বলব। সত্যই আমার হাতিয়ার।’
মার্কিন যুক্তরাষ্ট্রের অনুকরণে গত বছর ভারত জুড়ে মাথাচাড়া দেয় ‘হ্যাশ ট্যাগ মিটু’ আন্দোলন। প্রভাবশালী ব্যক্তিদের অশালীন আচরণ নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হতে শুরু করেন একের পর এক মহিলা। প্রিয়া রমানি প্রথম মহিলা যিনি প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী এবং সাংবাদিক এম জে আকবরের বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় সরব হন। নিজের টুইটার হ্যান্ডলে ওই মহিলা সাংবাদিক লেখেন, তার অধীনে কাজ করার ইচ্ছা নিয়ে সাংবাদিক এম জে আকবরের কাছে ইন্টারভিউ দিতে গিয়েছিলেন। এম জে আকবর তাকে অফিসে না ডেকে হোটেলের ঘরে নিয়ে যান। সেখানে তার সঙ্গে অশালীন আচরণ করেন বলে অভিযোগ।
এর জেরে গত বছর কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করতে বাধ্য হন এম জে আকবর। তার পরই প্রিয়া রমানির বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেন তিনি। প্রাথমিক ভাবে সেই মানহানির মামলা বিবেচনা করে, তার ভিত্তিতেই প্রিয়া রামানিকে আদালত সমন পাঠিয়েছিল বলে জানিয়েছেন পাতিয়ালা হাউস কোর্টের অতিরিক্ত মুখ্য মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সমর বিশাল। এ দিন সমর বিশালের এজলাসেই তিনি জামিন পান। সূত্র: এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ