Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কারিনাকে রেখে সাইফ প্রশংসায় মগ্ন আগের বউ অমৃতার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৫ ফেব্রুয়ারি, ২০১৯, ৪:৪২ পিএম

১৩ বছরের দাম্পত্য সম্পর্ক সইফ আলী খান এবং অমৃতা সিংহের। কিন্তু এখন সেই সংসার শুধুই অতিত। কারণ আরো ১৪ বছর আগেই ভেঙ্গে গেছে তাদের সে সংসার। দীর্ঘদিন আগে সারার মায়ের সঙ্গে সাইফের বিচ্ছেদ হলেও মাঝে মধ্যেই তাকে নিয়ে প্রশংসা করতে ভোলেন না তৈমুরের বাবা। প্রকাশ্যে বা গোপনে। সব ভাবেই তিনি বড় বউয়ের প্রশংসা করে থাকেন। এর প্রমাণ মিলেছে বহুবার। সম্প্রতি আবারো এমন একটি ঘটনা ঘটিয়েছেন সাইফ। তবে এবার প্রকাশ্যেই। মেয়ে সারা অভিনীত ‘কেদারনাথ’ মুক্তি পেয়েছে ২০১৮-তে। এই চলচ্চিত্রে মেয়ের অভিনয় সর্বস্তরে প্রশংসিত। সম্প্রতি একটি টেলিভিশনের স্বাক্ষাতকার দিতে গিয়ে মেয়ের প্রশংসা করতে গিয়ে মেয়ের মা অর্থাৎ বড় বউ অমৃতার প্রশংসাও করতে ভোলেননি তিনি।

সইফ বলেন, ‘সারা চলচ্চিত্রে যা সাফল্য পেয়েছে, সেটা ওরই প্রাপ্তি। কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে যখন ও ডিগ্রি পেলো, তখনও বাবা হিসেবে আমি গর্বিত হয়েছিলাম। আমার ভালো লাগে যখন বাড়েতে দেখি ওর ব্যবহার কতো সুন্দর। ও বুদ্ধিমতী, সুন্দর কথাও বলে। বাবার খেয়াল রাখে। এর সব কৃতিত্ব অমৃতার।’

বলিউডে ২৬ বছর সম্পূর্ণ করলেন সইফ। মেয়েও যে অভিনয় শিখতে পেরেছে এটা বলার অপেক্ষা রাখে না। এ প্রসঙ্গে সাইফ বলেন, ‘আমি ‘কেদারনাথ’-এ সারার পারফরম্যান্স দেখছিলাম। একজন শিল্পী কী ভাবছে, ক্যামেরা সেটা বুঝতে পারে। আবার মিথ্যে কিছু করলে সেটাও অনস্ক্রিন ধরা পড়ে। এদিক থেকে সারা আমাদের চেয়েও এগিয়ে যাবে বলে আমার বিশ্বাস। এই কৃতঙ্গতাও তার মা অমৃতার।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কারিনা

২১ সেপ্টেম্বর, ২০২০

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ