বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
তৃতীয় ধাপে উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে কক্সবাজারের সাত উপজেলায়। এই সাত উপজেলায় সরকারি দল আওয়ামী লীগ দলীয় একক প্রার্থীর নাম ঘোষণা করেছে। এসব প্রার্থীরা নৌকা প্রতীক নিয়ে নির্বাচনে লড়বেন।
দলের ঘোষিত তালিকা মতে কক্সবাজার সদর উপজেলায় আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন আওয়ামী লীগের এক কালের কেন্দ্রীয় কমিটির সদস্য সাবেক কক্সবাজার পৌর চেয়ারম্যান, মুক্তিযুদ্ধের সংগঠক মরহুম একেএম মোজাম্মেল হকের কনিষ্ঠপুত্র, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কায়সারুল হক জুয়েল।
মহেশখালী উপজেলায় মনোনয়ন পেয়েছেন মুক্তিযুদ্ধে কক্সবাজারের প্রথম শহীদ মো. শরীফের পুত্র, বর্তমান উপজেলা চেয়ারম্যান হোসাইন ইব্রাহিম।
কুতুবদিয়ায় মনোনয়ন পেয়েছেন বড়ঘোপ ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান, সাবেক উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফরিদুল ইসলাম চৌধুরী। পেকুয়ায় মনোনয়ন পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কাসেম।
রামুতে মনোনয়ন পেয়েছেন উপজেলা যুবলীগের সভাপতি ও বর্তমান উপজেলা চেয়ারম্যান রিয়াজুল আলম। উখিয়ায় মনোনয়ন পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উখিয়া বঙ্গমাতা ফজিলাতুন্নেসা কলেজের অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী। টেকনাফে মনোনয়ন পেয়েছেন সাবেক সংসদ সদস্য ও বর্তমান উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মোহাম্মদ আলী।
সংসদ নির্বাচনের পরপরই উপজেলা নির্বাচনের ঘোষণা দেয় নির্বাচন কমিশন। সেই ঘোষণার পর থেকে নড়েচড়ে বসে কক্সবাজারের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীরা। আগ্রহীরা এলাকায় প্রচারণার পাশপাশি দলের মনোনয়ন পেতে কেন্দ্রেও লবিং কর আসছিল।
তথ্য মতে, তৃতীয় ধাপে ১২৭ উপজেলারে মধ্যে কক্সবাজারের সাত উপজেলা ও কুতুবদিয়া, পেকুয়া, কক্সবাজার সদর, রামু, কুতুবদিয়া ও টেকনাফের ভোটগ্রহণ করা হবে। এ নির্বাচনে মনোয়নপত্র দাখিলের শেষ দিন ২৬ ফেব্রুয়ারি, বাছাই ২৮ ফেব্রুয়ারি, প্রত্যাহার ৭ মার্চ এবং ভোটগ্রহণ করা হবে ২৪ মার্চ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।