পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র হলের বাইরে করা, সহাবস্থানসহ সাত দফা দাবিতে বিশ্ববিদ্যালয়ের ভিসি কার্যালয় ঘেরাও করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। গতকাল রবিবার ছাত্রদলের নেতা-কর্মীরা বেলা সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয় মধুর ক্যান্টিন থেকে মিছিল বের করে। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদ ও কলাভবন ঘুরে প্রশাসনিক ভবনে অবস্থিত উপাচার্যের কার্যালয়ে যায়। এসময় ছাত্রদলের সাধারণ সম্পাদক আকরামুল হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি আল মেহেদী তালুকদার ও সাধারণ সম্পাদক আবুল বাশার সিদ্দিকীসহ সংগঠনের বিভিন্ন স্তরের প্রায় দেড়শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। ছাত্রদল নেতাকর্মীরা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে ভিতরে প্রবেশের গেটে ব্যানার লাগিয়ে সেটা বন্ধ করে দেয়। এসময় নেতাকর্মীরা সেখানে, ভোটার লিস্টে বৈষম্য মানি না, মানব না, সিকিম নয় ভুটান নয়, এটা সোনার বাংলাদেশ, হলে হলে ভোট কেন্দ্র, মানিনা মানব না, প্রহসনের নির্বাচন, মানব না মানব না, ডাকসু না প্রহসন, প্রহসন প্রহসন ইত্যাদি ¯েøাগান দিতে থাকে। প্রায় ২ ঘন্টা ঘেরাও শেষে নেতাকর্মীরা সেখান থেকে চলে যায়। ডাকসু নির্বাচন নিয়ে বিভিন্ন দাবি দাওয়ার পাশাপাশি সংগঠনটির নেতাকর্মীদের খালেদা জিয়া ও তারেক রহমানের নামে ¯েøাগান দিতে দেখা যায়। সংগঠনটির ৭ দফা দাবির মধ্যে রয়েছে, ক্যাম্পাসে সকল ক্রিয়াশীল ছাত্র সংগঠনের সহাবস্থান নিশ্চিত করা, হলগুলো থেকে ভোটকেন্দ্র একাডেমিক ভবনে স্থানান্তর করা, ভোটার ও প্রার্থী হওয়ার জন্য ৩০ বছরের বয়সসীমা বাতিল করা, নির্বাচনের প্রচারণার জন্য সব ছাত্র সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে সকল প্রাতবদ্ধকতা দূর করা, শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে ছাত্র-ছাত্রী ও নেতাকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা, ডাকসু নির্বাচনের জন্য পরিচালনা ও উপদেষ্টাসহ সকল কমিটি পুনর্গঠন করা এবং ডাকসুর গঠনতন্ত্রের ৫(এ) এবং ৮(এম) ধারা সংশোধন করা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।