মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
সউদী আরব শাহজাদি রিমা বিনতে বন্দরকে যুক্তরাষ্ট্রে রাষ্ট্রদূত নিয়োগ করেছে। সউদী আরবের ইতিহাসে এই প্রথম কোনো নারীকে রাষ্ট্রদ‚ত নিয়োগ করা হল। তিনি যুক্তরাষ্ট্রে নিযুক্ত বর্তমান রাষ্ট্রদূত যুবরাজ মোহাম্মদ বিন সালমানের ছোটভাই শাহজাদা খালিদ বিন সালমানের স্থলাভিষিক্ত হবেন। শনিবার বাদশাহি এক ফরমানে এ ঘোষণা দেয়া হয়। খবর অনলাইন বিবিসি ও আরব নিউজ। শাহজাদা খালিদকে দেশের প্রতিরক্ষা বিষয়ক উপমন্ত্রী নিয়োগ করা হয়েছে। উল্লেখ্য, প্রিন্সেস রিমা তার পিতা বন্দর বিন সুলতান আল সউদের পদাঙ্ক অনুসরণ করে যুক্তরাষ্ট্রে দেশের রাষ্ট্রদ‚ত হিসেবে দায়িত্ব পালন করবেন। তার পিতা এ পদে যুক্তরাষ্ট্রে ১৯৮৩ সাল থেকে ২০০৫ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন ।
শাহজাদি রিমা পিতার সুবাদে তার শৈশবের বেশির ভাগ সময় যুক্তরাষ্ট্রে কাটিয়েছেন। সেখানে জর্জ ওয়াশিংটন ইউনিভার্সিটি থেকে তিনি জাদুঘর বিষয়ক পড়াশোনায় ব্যাচেলর অব আর্টস ডিগ্রি লাভ করেন। ২০০৫ সালে রিয়াদে ফিরে আসার পর তিনি সরকারি ও বেসরকারি খাতে কাজ করেছেন। বেশ কিছু ব্যবসায়ী প্রতিষ্ঠানে তিনি গুরুত্বপ‚র্ণ পদে দায়িত্ব পালন করেন। একটি খুচরা বিক্রেতা প্রতিষ্ঠানে তিনি দায়িত্ব পালন করেছেন প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে। শাহজাদি রিমাকে দেখা হয় নারী অধিকারের একজন অগ্রণী হিসেবে। ২০১৭ সালে তিনি সউদী আরবের মাল্টি স্পোর্টস ফেডারেশনের প্রধান হন। এ সময়ে খেলাধুলা ও শরীরচর্চায় অধিক হারে নারীর অংশগ্রহণের দিকে ছিল তার দৃষ্টি। বিশেষ করে তিনি মেয়েদের স্তন ক্যান্সার বিষয়ে পরামর্শমুলক কাজ করেছেন। এ জন্য তিনি বেশ পরিচিতি পেয়েছেন।
বিবিসি বলে, তিনি যুক্তরাষ্ট্রে সউদী আরবের রাষ্ট্রদ‚ত হিসেবে দায়িত্ব পালন করতে যাচ্ছেন একটি কঠিন সময়ে, যখন সাংবাদিক জামাল খাসোগিকে হত্যার পর যুক্তরাষ্ট্রের সঙ্গে সউদী আরবের সম্পর্ক প্রায় তলানিতে গিয়ে ঠেকেছে। ওই হত্যাকাÐে অভিযোগের তীর উঠেছে যুবরাজ মহম্মদ বিন সালমানের দিকে। বিশ্ব জুড়ে নিন্দার ঝড় উঠেছে সউদী সরকারের বিরুদ্ধে। কিন্তু সউদী আরব তা দৃঢ়তার সঙ্গে প্রত্যাখ্যান করে। এই আবহে শাহজাদির রিমার এই নিয়োগকে গুরুত্বপ‚র্ণ পদক্ষেপ হিসাবে দেখছেন মার্কিন ক‚টনৈতিক মহলের একাংশ। প্রশ্ন উঠেছে যে ওয়াশিংটনের সঙ্গে আগের মতো বন্ধুত্বপ‚র্ণ সম্পর্ক গড়ে তোলার জন্যই কি এ নিয়োগ?
ক‚টনৈতিক মহলের একাংশের মতে, মার্কিন যুক্তরাষ্ট্রে সউদী দ‚ত হিসাবে কাজটা মোটেই সহজ হবে না শাহজাদি রিমার। আমেরিকার রাইস বিশ্ববিদ্যালয়ের বেকার ইনস্টিটিউটের ফেলো ক্রিস্টিয়ান উলরিখসেনের মতে, খাশোগি কাÐে দাঁড়ি টানতে তো বটেই, ওয়াশিংটনের সঙ্গে নতুন ভাবে সম্পর্ক গড়ে তুলতে রিয়াদের প্রচেষ্টায় এই নিয়োগ বেশ গুরুত্বপ‚র্ণ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।