মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
উপগ্রহের নজরদারিতে ধরা পড়ল সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্যে যারা নানা রকমের কৃষিভিত্তিক শিল্প, ব্যবসা চালান, সেই মালিক-ব্যবসায়ীরা। প্রচুর ডলার, ইউরো, পাউন্ডের লোভে যারা ম্যানগ্রোভের অরণ্য কেটে সাফ করে দিয়ে ভূমিকম্পের বিপদ বাড়াচ্ছেন সুন্দরবন ও তার লাগোয়া এলাকায়, তারাও। ভারতে চলা দাসত্বও হাতেনাতে ধরা পড়ে গেল। ধরা পড়ে গেল রাজস্থানের ইটভাঁটার মালিকরা। ধরা পড়ে গেল কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত ছড়িয়ে ছিটিয়ে থাকা অবৈধ কয়লা খাদান মালিকরা। গোপন নজরদারি এড়াতে পারলেন না চিংড়ি ও অন্যান্য মাছের ভেড়ির মালিকরা। তারা সকলেই ধরা পড়ে গেলেন পৃথিবীর কক্ষপথে থাকা বিভিন্ন উপগ্রহের সজাগ, সতর্ক চোখে।
ভারত-সহ গোটা বিশ্বে কাজের নামে এখনও কী ভাবে চলছে দাসত্ব, কী ভাবে শিশু ও মহিলাদের শ্রমিকদের উপর নির্বিচারে চালানো হচ্ছে অত্যাচার, বন কেটে সাফ করে কী ভাবে চলছে চোরাপাচার, ২০১৭ সাল থেকেই তার উপর নজর রাখছিল মহাকাশে থাকা বিভিন্ন উপগ্রহ। গোপনে। সেই গত দু’বছরের খুঁটিনাটি তথ্যাদি গত ১৫ ফেব্রুয়ারি জমা দেয়া হয়েছে নিউ ইয়র্ক সিটিতে এক সম্মেলনে। যার স্পনসর ছিলেন ইউনাইটেড নেশনস ইউনিভার্সিটি (ইউএনইউ)। ওই সম্মেলনে ছিলেন ভারত-সহ জাতিসংঘের ১৩২টি দেশের কম্পিউটার তাত্ত্বিক, দাসত্ব বিশেষজ্ঞ ও নীতি নির্ধারকরা।
সম্মেলনে থাকা কম্পিউটার বিশেষজ্ঞদের অন্যতম আমেরিকার কর্নেল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড অ্যাপ্লিকেশন বিভাগের অধ্যাপক হর্ষ রবিচন্দ্রন ওয়াশিংটন বলেছেন, ‘রাজস্থানের শুধু একটি এলাকাতেই এমন ১৬৯টি ইটভাঁটার হদিশ মিলেছে। প্রত্যেকটি ইটভাঁটাতেই নির্বিচারে অত্যাচার চালানো হচ্ছে শিশু ও মহিলা শ্রমিকদের উপর। তাদের ন্যায্য বেতন দেওয়া হচ্ছে না। দিনে-রাত মিলিয়ে খাটানো হচ্ছে ২২/২৩ ঘণ্টা। এমনকী, তাদের মারধরও করা হচ্ছে। উপগ্রহগুলি থেকে সেই অবর্ণনীয় অত্যাচারের খুঁটিনাটি দেখা সম্ভব হয়েছে।’ তার কথায়, ‘পরিসংখ্যানটা জানা থাকলেও দাসত্বের বেড়িবাঁধনে জড়িয়ে থাকা শিশু ও মহিলা শ্রমিকদের সম্পর্কে খুঁটিনাটি তথ্য পাওয়া যায় না বেশির ভাগ সময়েই। রাষ্ট্রই সেই পথে বাধা হয়ে দাঁড়ায়। মানবাধিকার সংগঠনগুলির সহায়তাও পাওয়া যায় না সেই ভাবে।’
কাজটা শুরু করেছিল জাতিসংঘের সাহায্যপ্রাপ্ত একটি সংস্থা ‘ডিজিটালগ্লোব’ ২০১৫ সালে। পৃথিবীর উপর সব সময় নজর রাখতে তারা ইতিমধ্যেই গোটা দশেক উপগ্রহ পাঠিয়েছে পৃথিবীর বিভিন্ন কক্ষপথে। সেই উপগ্রহগুলি প্রথম ছবি তোলে আফ্রিকার দেশ ঘানার লেক ভোল্টা (ভোল্টা হ্রদ)-র। সন্দেহ করা হচ্ছিল, ঘানার ওই হ্রদ ও তার লাগোয়া এলাকাগুলিতে যত মাছের ভেড়ি রয়েছে, সেগুলিতে শিশু ও মহিলা শ্রমিকদের উপর চলছে অবর্ণনীয় অত্যাচার। তাদের দিয়েই হ্রদের মাছ চুরি করানো হচ্ছে দেদার। গভীর রাতে নৌকায় চাপিয়ে সেই সব মাছ নিয়ে যাওয়া হচ্ছে অন্যত্র। চুপিসাড়ে। মাছ চুরির ৮০ হাজার নৌকার হদিশ পাওয়া গিয়েছিল।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।