Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কালকিনিতে ভাইস চেয়ারম্যান পদে সাংবাদিক ইকবাল হোসেনের মনোনয়ন পত্র দাখিল

কালকিনি (মাদারীপুর) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৪ ফেব্রুয়ারি, ২০১৯, ৩:১৬ পিএম

নির্বাচনের সকল আচরন বিধি মেনে ভোটারদের প্রতি আস্থা রেখে কালকিনি উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র দাখিল করেছে সাংবাদিক ইকবাল হোসেন। আজ(রবিবার) দুপুরে উপজেলা নির্বাচন কমিশন অফিসে সহকারী রিটার্নিং অফিসার শেখ বদরুদ্দীনের কাছে উক্ত মনোনয়নপত্র জমা দেয়া হয়। এসময় কালকিনি পৌরসভার সাবেক কমিশনার মোঃ বাবুল বেপারী, রমজানপুর এলাকার ইউপি সদস্য মোঃ রিপন বেপারী, কালকিনি পৌর আওয়ামীলীগ ৭নং ওয়ার্ডের সাধারন সম্পাদক ও মাদারীপুর জেলা ইমারত নির্মান শ্রমিক ইউনিয়ন কালকিনি শাখার সাধারন সম্পাদক মোঃ মিজানুর রহমান, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা মোঃ ইমরান হোসেন ইরান সহ স্থানীয় নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মনোনয়ন পত্র দাখিল করে কালকিনি উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদ প্রার্থী মোঃ ইকবাল হোসেন স্থানীয় সাংবাদিকদের বলেন ‘ আমি নির্বাচনের সকল আচরন বিধি মেনে কোন প্রকার শো-ডাউন না দিয়ে মনোনয়ন পত্র দাখিল করেছি। আমি বিশ্বাস করি কালকিনির সাধারন মানুষ নের্তৃত্বে পরিবর্তন চায়। আমি মাদক মুক্ত সমাজ গড়তে এবং সু-শৃংঙ্খল সমাজ গড়তে চাই। জীবনে আমার বিরুদ্ধে মামলা থাক দূরের কথা একটা জিডি প্রর্যন্ত হয়নি। আমি নেশা করা থাক দূরের কথা একটা সিগারেট পর্যন্ত খাইনা। তাই সমৃদ্ধির ও সম্ভাবনার সমাজ গঠনে সাধারন মানুষ আমাকে তাদের রায় দেবে বলে বিশ্বাস রাখি।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: উপজেলা পরিষদ নির্বাচন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ