Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৯ ঘণ্টা পর রাজশাহীর সঙ্গে রেলযোগাযোগ স্বাভাবিক

রাজশাহী ব্যুরো | প্রকাশের সময় : ২৪ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:৫৬ পিএম

নয় ঘণ্টা পর রাজশাহীর সঙ্গে সারা দেশের রেলযোগোযোগ স্বাভাবিক হয়েছে। রোববার বেলা ১২টার দিকে সারদা রেলস্টেশন থেকে রাজশাহী অভিমুখে ছেড়ে যায় মালবাহী ট্রেনটি।

এর আগে শনিবার রাত ৩টার দিকে সারদা রেলস্টেশনে হলিদাগাছী সিগন্যালের কাছে মালবাহী ট্রেন লাইনচ্যুত হয়। এরপর থেকে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ বন্ধ ছিল।

এদিকে এ ঘটনা তদন্তে পাকশী বিভাগীয় দফতরের পরিবহন কর্মকর্তা (ডিটিও) আবদুল্লাহ আল মামুনকে আহ্বায়ক করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

তদন্ত কমিটির সদস্য সচিব হলেন- পাকশী বিভাগীয় রেলওয়ে প্রকৌশলী-২ আরিফুল ইসলাম, পাকশী বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী (লোকে) মমতাজুল ইসলাম, বিভাগীয় যান্ত্রিক টেলিকম প্রকৌশলী রুবাইয়েত শরীফ প্রান্ত।

সারদা রেলস্টেশন মাস্টার লুৎফর রহমান জানান, রাত ৩টার দিকে ঈশ্বরদী থেকে রাজশাহী অভিমুখে মালবাহী ট্রেনটি সারদা রেলস্টেশন পার হয়। এ সময় হলিদাগাছী সিগন্যালের কাছে বিপরীত দিক থেকে আসা ট্রেনটিকে পার করতে গেলে মালবাহী ট্রেনটি লাইনচ্যুত হয়।

এর পর থেকে রাজশাহীর সঙ্গে সারা দেশের রেলযোগাযোগ বন্ধ হয়ে পড়ে।

রোববার সকালে লাইনচ্যুত ওই ট্রেনের বগিটি ওপরে টেনে তোলা হয়। বেলা ১২টার দিকে মালবাহী ট্রেনটি আবারও রাজশাহীর উদ্দেশে ছেড়ে যায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাজশাহী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ