গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
রাজধানীর পুরান ঢাকার চুড়িহাট্টার ওয়াহেদ ম্যানসনের নিচে মজুদ গোডাউন থেকে কেমিক্যাল সরানোর কাজ শুরু হয়েছে। আজ ১টা ৪০ মিনিটের দিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকনের নেতৃত্বে এই উচ্ছেদ শুরু হয়। এ সময় মেয়র বলেন, পুরনা ঢাকা থেকে সম্পূর্ণ কেমিক্যাল না সরানো পর্যন্ত এই উচ্ছেদ অভিযান চলবে। এ ব্যাপারে তিনি সংশ্লিষ্টদের সহযোগিতা চেয়েছেন।
সাঈদ খোকন বলেন, পুরান ঢাকার সব ধরনের কেমিক্যাল উচ্ছেদ অব্যাহত থাকবে। এ জন্য তিনি এলাকাবাসী, পঞ্চায়েত কমিটি, ব্যবসায়ী ও বাড়ির মালিকদের সহযোগিতা চান। তিনি বলেন, যদি এরপরও কোনো বাড়ির মলিক কেমিক্যাল রাখেন তবে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
এছাড়া কারো বাড়িতে এ ধরনের কোন গোডাউন থাকার তথ্য থাকলে আছে তা জানাতে সিটি করপোরেশনের হট লাইনে ফোন করার অনুরোধ জানান মেয়র।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।