Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ডিএসসিসি’র পক্ষকালব্যাপী মশকনিধন অভিযান শুরু

প্রকাশের সময় : ২৫ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : পক্ষকালব্যাপী বিশেষ মশকনিধন অভিযান শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাব প্রাঙ্গণ থেকে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন ডিএসসিসি মেয়র সাঈদ খোকন। বিশেষ অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, জাতীয় প্রেসক্লাব থেকে অনেক ভালো কাজের সূচনা হয়েছে। বিগত মেয়র নির্বাচনের আগেও প্রচারণার প্রথম দিনে তিনি জাতীয় প্রেসক্লাবে গিয়েছিলেন গণমাধ্যমকর্মীদের দোয়া নিতে। সাংবাদিক সমাজ তাকে ফিরিয়ে দেননি। ওই নির্বাচনে তিনি মেয়র নির্বাচিত হয়েছেন। এবারের এই বিশেষ মশক নিধন অভিযানও সফল হওয়ার প্রত্যাশা রাখেন তিনি। 

মশকনিধন অভিযানের অনুষ্ঠান প্রেসক্লাব প্রাঙ্গণে আয়োজনের ব্যবস্থা করা হলেও প্রচ- শিলাবৃষ্টি ও তীব্র ঝড়ের কারণে পরে প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে স্থানান্তর করা হয়। জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরীর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন সমকাল সম্পাদক গোলাম সারওয়ার, জাতীয় প্রেসক্লাবের সভাপতি শফিকুর রহমান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (একাংশ) মহাসচিব ওমর ফারুক, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শাবান মাহমুদ, ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ফরিদ আহমেদ রতন ও ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলাল প্রমুখ। পরে প্রেসক্লাব আঙিনায় অ্যাডাল্টিসাইড ওষুধ ছিটিয়ে মশকনিধন কর্মসূচির উদ্বোধন করেন মেয়র। ফরিদ আহমেদ রতনের তত্ত্বাবধানে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
মেয়র বলেন, পরিচ্ছন্ন নগরী গড়ার লক্ষ্যে আগামী ছয় মাসের মধ্যে দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় ৫ হাজার ডাস্টবিন স্থাপন করা হবে। নগরবাসী সেই ডাস্টবিনে ময়লা ফেলবেন। সেখান থেকে পরিচ্ছন্নতা কর্মীরা ময়লা সংগ্রহ করবেন। তাহলে নগরী সুন্দর থাকবে। মেয়র নিজের বাসাবাড়ির মতো ঢাকা শহরকেও পরিচ্ছন্ন রাখার জন্য নগরবাসীর প্রতি অনুরোধ জানান।
মেয়র বলেন, গুলিস্তান এলাকার রাস্তা-ফুটপাথ হকারমুক্ত করার জন্য তিনি একাধিকবার অভিযান চালিয়েছেন। কিন্তু উচ্ছেদের পর বিকেলেই আবার দখল হয়ে যায়। হাতেগোনা গুটিকয়েকট পুলিশ সদস্যের কারণে এটা হচ্ছে। এদের ব্যাপারে ব্যবস্থা নিতে তিনি পুলিশের শীর্ষ কর্মকর্তাদের অনুরোধ জানান।
তিনি বলেন, আগামী ৭ দিন চলবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মশক নিধন ক্র্যাশ প্রোগ্রাম। এই সিটির অধীনে প্রতিটি মহল্লার প্রতি গলিতে চলবে এ অভিযান। মেয়র নিজে এই কাজের তদারকি করবেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ডিএসসিসি’র পক্ষকালব্যাপী মশকনিধন অভিযান শুরু
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ