Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইসলামপুরে বোরো ধান সংগ্রহ অভিযান শুরু

প্রকাশের সময় : ২৩ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

ইসলামপুর (জামালপুর) উপজেলা সংবাদদাতা : ইসলামপুরে বোরো ধান সংগ্রহের অভিযান শুরু হয়েছে। গত রোববার বোরো ধান সংগ্রহের অভিযানের উদ্বোধন করেন স্থানীয় এমপি ফরিদুল হক খান দুলাল। এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এবিএম এহসানুল হক মামুন, খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা লুৎফর রহমান, ওসি এলএসডি শাকিলা শারমীন। এছাড়া উপজেলা আওয়ামী লীগের শ্রম-বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম, পৌর আওয়ামী লীগের সভাপতি নুর ইসলাম নুর, কৃষকলীগ সভাপতি তাছির উদ্দিন, মিল মালিক সমবায় সমিতির সভাপতি আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি উপস্থিত ছিলেন। উল্লেখ্য, প্রতি কেজি ৩২ টাকা দরে ১৭শ’ ৭৪ মে. টন লক্ষ্যমাত্রা নিয়ে এ অভিযান শুরু হয়। আগামী ৩১ আগস্ট পর্যন্ত এ অভিযান চলবে বলে জানা যায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইসলামপুরে বোরো ধান সংগ্রহ অভিযান শুরু
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ