গুলিস্তানের বিস্ফোরণে নিহত ১৬ জনের নাম-পরিচয় পাওয়া গেছে
রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। এ
রাজধানীর চকবাজারের চুড়িহাট্টায় রাজ্জাক ভবনে ভয়াবহ অগ্নিকান্ডের পর আশপাশের সকল ভবন পুড়ে ক্ষতিগ্রস্ত হলেও অক্ষত অবস্থায় আছে পাশের মসজিদ। মসজিদের ভেতরে যারা অবস্থান নিয়েছিলেন তারা সবাই সুস্থ অবস্থায় ফিরেছেন বলে জানিয়েছেন মসজিদের কর্তৃপক্ষ।
প্রত্যক্ষদর্শীর ভাষ্য, চুড়িহাট্টা জামে মসজিদটি আগুনে পুড়ে অঙ্গার ওয়াহেদ ম্যানশনের পাশেই অবস্থিত। মসজিদের চারপাশের সব ভবন ক্ষতিগ্রস্ত হলেও মসজিদের ভেতরে কোনো ক্ষতি হয়নি। মসজিদের সামনেই ছিলো বৈদ্যুতিক ট্রন্সফর্মার। আর আগুনের সূত্রপাত মসজিদের গেটের সামনে থেকেই। অথচ শুধু চুড়িহাট্টার ভয়াবহ এই আগুনের লেলিহান শিখা থেকে অক্ষত রয়েছে মসজিদটি। বেঁচে গেছেন মসজিদে ঠাঁই নেয়া মানুষেরাও।
জানা গেছে, বাইরের কিছু টাইলস খুলে পড়া ছাড়া কোনো ক্ষয়ক্ষতি হয়নি মসজিদটির। মসজিদের খাদেম বলেন, রাস্তার মানুষগুলো এভাবে চলে গেল, ভাবতেই খারাপ লাগছে। তবে যারা মসজিদের ভেতরে আশ্রয় নিয়েছেন আল্লাহর ইচ্ছায় তাদের কিছুই হয়নি।
এলাকাবাসী জানান, শাহী মসজিদের গেটের সামনে দঁড়িয়ে থাকা একটি পিকআপ ভ্যানের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন লাগে। সেই আগুন গিয়ে লাগে বিদ্যুতের ট্রান্সফর্মারে। সেখান থেকে দোকানে আগুন ছড়িয়ে পড়ে।
স্থানীয় বাসিন্দা মনির আহমেদ বলেন, আগুন লাগার পর অনেকেই মসজিদের ভেতরে আশ্রয় নিয়েছেন, যারা দোকানে শাটার বন্ধ করে আশ্রয় নিয়েছে তারা সবাই মারা গেছে কিন্তু আল্লাহর রহমতে মসজিদের কোনো ক্ষতি হয়নি, দেখেন আশেপাশের সব বিল্ডিং পুইড়া গেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।