Inqilab Logo

রোববার ০৩ নভেম্বর ২০২৪, ১৮ কার্তিক ১৪৩১, ৩০ রবিউস সানী ১৪৪৬ হিজরি

চকবাজারে ময়লার স্তূপে অগ্নিকাণ্ড

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২ এপ্রিল, ২০২২, ১২:০৩ এএম

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে ময়লার স্তূপে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। গতকাল বেলা ১১টা ১০ মিনিটে ওই এলাকার মনিহারী বণিক সমিতি মার্কেটের পেছনের গলিতে রাখা ময়লার স্তূপে এ আগুনের সূত্রপাত। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের ২০ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

লালবাগ ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. কাজল মিয়া বলেন, আমরা খবর পাওয়ার পাঁচ মিনিটের মধ্যে ঘটনাস্থলে চলে আসি। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট কাজ করেছে। ২০ মিনিটে আগুন পুরো নিয়ন্ত্রণে এসেছে। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে এ বিষয়ে তিনি বলেন, আমরা গ্যাস বিদ্যুতের সব লাইন দেখেছি। সেখানে কোনো সমস্যা ছিল না।
প্রাথমিকভাবে ধারণা করছি মার্কেটের উপর থেকে সিগারেট বা অন্য কোনো কারণে আগুন লাগতে পারে।
বাংলাদেশ মনিহারী বণিক সমিতি মার্কেটের সভাপতি হাজী সফি মাহমুদ বলেন, সিটি করপোরেশনের লোকদের মালামাল রাখা ছিল এখানে। যারা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখে তারাই এটাকে ময়লার স্তূপ বানিয়ে রেখেছে।
আমরা সিটি করপোরেশন ও মেয়র মহোদয়কে জানাবো বিষয়টি যেন প্রয়োজনীয় পদক্ষেপ নেয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চকবাজারে ময়লার স্তূপে অগ্নিকাণ্ড
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ