মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
২০২০ সালের মধ্যে আরাকান রাজ্যের উত্তরাঞ্চলে পাঁচটি শহর দখলের পরিকল্পনা করার জন্য আরাকান আর্মিকে (এএ) অভিযুক্ত করেছেন রাখাইন রাজ্য পার্লামেন্টের সামরিক প্রতিনিধি মেজর থেত ও মং। স¤প্রতি ওই রাজ্যে এএ’র সামরিক অভিযান পর্যালোচনা করে ওই সিদ্ধান্তে পৌঁছেন তিনি। বুধবার রাখাইন পার্লামেন্টে পেশ করা এক প্রস্তাবে সামরিক প্রতিনিধি আরাকানবাসীর প্রতি সামরিক অভিযানে সমর্থন দেয়ার জন্য আহŸান জানান। তিনি বলেন, সেনাবাহিনী সবসময় আরাকান রাজ্যের জাতি ও ধর্মকে সুরক্ষিত রেখেছে। মুসলিম হামলা থেকে আরাকানবাসীকে সুরক্ষা দিচ্ছে। মেজর মং পার্লামেন্টে বলেন, ২০২০ সালের মধ্যে পালেতওয়া, কিয়াকতাউ ও মারাক-উতে অভ্যুত্থান ঘটানোর পরিকল্পনা করা হয়েছে। একে ‘২০২০ আরাকন ড্রিম’ বলা হচ্ছে। বুথিডং ও মংডু টাউনশিপের প্রসঙ্গ টেনে তিনি এএ (আরাকান আর্মি) ও আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা)-কে সমন্বিতভাবে মাইয়ু অঞ্চলে অভিযান পরিচালনার দায়ে অভিযুক্ত করেন। সেনাবাহিনীর এ ধরনের অভিযোগ বারবার প্রত্যাখ্যান করে আসছে এএ নেতারা। এএ মুখপাত্র উ খিন থুখা সেনা এমপি’র প্রস্তাবকে হাস্যকর হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, আরাকানবাসী সেনাবাহিনীর পাশে নাকি এএ’র পাশে থাকবে তা যাচাইয়ের জন্য আরাকানে গণভোটের আয়োজন করা হোক। তা না করে পার্লামেন্টে বসে আরাকানের জনগণের মন ভেজানোর চেষ্টা বন্ধ করার আহŸান জানান তিনি। মুখপাত্র থুখা বলেন, তারা যদি রাখাইন থেকে চলে যেতে চায় তাহলে গণভোট দিক। তখনই আমরা স্পষ্ট ফলাফল দেখতে পাবো। তিনি আরো বলেন, সেনা এমপি’র প্রস্তাবটি নজিরবিহীন। তিনি পার্লামেন্টে বসে জনগণের সমর্থন চাচ্ছেন। এর মানে হলো উত্তর আরাকানে চলমান যুদ্ধে সেনাবাহিনী হেরে যাচ্ছে। এর অকাট্ট প্রমাণ হলো জনগণের সমর্থন তাদের প্রতি নেই। মঙ্গলবার তিনটি জায়গায় এএ’র হাতে সেনা সদস্য নিহত হওয়ার পর মেজর মংয়ের ওই বিবৃতি প্রকাশ পায়। জনপ্রিয় পর্যটনকেন্দ্র মারাউক-উ’র কাছে ওইসব সংঘর্ষ হয়। সেনা নিযুক্ত এমপি’র প্রস্তাবটি আরাকান ন্যাশনাল পার্টি (এএনপি) প্রভাবিত পার্লামেন্টে নাকচ হয়ে যায়। এর আগে প্রেসিডেন্ট দফতরের মুখপাত্র উ জাও তায় এএ’র বিরুদ্ধে সেনাবাহিনীকে সমর্থন প্রদানের জন্য আরাকানবাসীর প্রতি আহŸান জানান। পার্লামেন্টে এএনপি’র এমপি উ পোয়ে সান বলেন, শান্তি সংশ্লিষ্ট প্রস্তাবগুলো আঞ্চলিক পর্যায়ে টেনে আনা উচিত নয়। এটা কেন্দ্রিয় পর্যায় থেকে সামাল দেয়া হচ্ছে। তাই প্রস্তাবটি বাতিল করতে হবে। সেনাবাহিনী ৯ জন এএ যোদ্ধার লাশ ও আরপিজি উদ্ধারের দাবি করছে। তবে নিজেদের হতাহত সম্পর্কে কিছু বলেনি। সাউথ এশিয়ান মনিটর।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।