মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
রাজস্থানের জয়পুরে অন্য বন্দিরা পিটিয়ে মেরে ফেলেছে পাকিস্তানের এক নাগরিককে। জানা গেছে, গতকাল বুধবার সহবন্দিদের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়ে ওই পাকিস্তানি নাগরিক। তার জেরেই জেলের ভেতর ছড়িয়ে পড়ে উত্তেজনা। মারামারি বেধে যায় বন্দিদের মধ্যে। সহবন্দিদের মারে মৃত্যু হয় ওই ব্যক্তির।
জেলের ভেতর উত্তেজনার খবর পেয়েই ঘটনাস্থলে যান জেল কর্মকর্তা ও পুলিশকর্মীরা। জয়পুর সেন্ট্রাল জেলে এক পাকিস্তানি বন্দিকে হত্যা করা হয়েছে বলে স্বীকার করে নিয়েছেন আইজি কারা রূপিন্দর সিং।
ঠিক কী কারণে জেলের বন্দিদের মধ্যে ঝামেলা বাধে, তা খতিয়ে দেখছে পুলিশ। পুলওয়ামা হামলা নিয়ে রাগেই কথিত লশ্করে তৈয়্যবার ওই সদস্যকে অন্য বন্দিরা আক্রমণ করে থাকতে পারে বলেও মনে করা হচ্ছে। সূত্র : টাইমস অব ইন্ডিয়া।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।