মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারত শাসিত কাশ্মিরে কয়েক দশকের মধ্যে নিরাপত্তা বাহিনীর ওপর সবচেয়ে ভয়াবহ হামলার ঘটনার পর ভারত ও পাকিস্তানকে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি নির্মুল করতে অবিলম্বে পদক্ষেপ নিতে আহ্বান জানান জাতিসংঘ প্রধান। খবর আল-জাজিরা।
জাতিসংঘের মহাসচিব অ্যান্তেনিও গুতেরাস মঙ্গলবার দক্ষিণ এশিয়ার প্রতিবেশি দু-দেশের মধ্যে শান্তি স্থাপনে মধ্যস্ততাকারীর দায়িত্ব পালনের প্রস্তাব দেন। ১৪ ফেব্রুয়ারি ভারতীয় শাসিত কাশ্মিরে আত্মঘাতী হামলার পর দেশ দুইটি কূটনৈতিক সংঘর্ষের মধ্যে আটকে রয়েছে। এই হামলায় ভারতের ৪২ জন আধাসামরিক বাহিনীর সদস্য নিহত হয়।
পাকিস্তান ভিত্তিক সন্ত্রাসী গোষ্ঠী জৈশ-ই-মোহাম্মাদ (জেইএম) এই ভয়াবহ দায় স্বীকার করে, এরপরেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শনিবার পুলওয়ামা জেলায় মারাত্মক হামলার পেছনের ব্যক্তিদের শাস্তি দেয়ার জন্য সেনাবাহিনীকে ‘পূর্ণ স্বাধীনতা’ দেয়ার ঘোষণা দেন। পুলওয়ামার আক্রমণের পরদিনই এক বন্দুকযুদ্ধে ৪ ভারতীয় নিরাপত্তা বাহিনীর সদস্যসহ মোট ৯ ব্যক্তি নিহত হয়। ভারত দাবি করেছে যে, হামলায় ৩ সন্দেহভাজন জঙ্গিও মারা গেছেন।
জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক মঙ্গলবার বলেছেন, ‘দু’দেশের মধ্যে উত্তেজনা বাড়াতে আমরা গভীরভাবে উদ্বিগ্ন।’ জনাব গুতেরাস ‘উভয় পক্ষের সর্বোচ্চ সংযমের গুরুত্বকে অনুশীলন’ এবং তাত্ক্ষণিক পদক্ষেপ গ্রহণের জন্য ‘দুপক্ষের মধ্যে আলোচনা’ করতে মধ্যস্থতা করার ওপরেও জোর দেয়ার আহ্বান জানান।
জাতিসংঘের পাকিস্তানি দূত মালিহা লোধি বলেন, ‘পাকিস্তানের ও ভারতের মধ্যকার অবস্থা ক্রমেই খারাপ হচ্ছে। আমরা ভারতের পক্ষ থেকে বর্ণবাদী আচরণের তীব্রতা দেখতে পাচ্ছি, ভারতীয় নেতাদের আক্রমণাত্মক বিবৃতিতে পরিস্থিতি হুমকির মুখে পড়েছে। এই পরিস্থিতি খুবই ভয়ানক।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।