Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাক-ভারত ম্যাচের দায়িত্বে দুই বাংলাদেশি

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৮ আগস্ট, ২০২২, ১২:০০ এএম

আজ গোটা ক্রিকেট দুনিয়া বুঁদ হয়ে থাকবে দুবাইয়ে। এদিন এশিয়া কাপের হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। আর এই ম্যাচে আম্পায়ারিংয়ের দায়িত্ব পালন করবেন বাংলাদেশের ২ জন আম্পায়ার। সুখবরটি মিলেছে ক্রিকেটের সবচেয়ে প্রতীক্ষিত লড়াই মাঠে গড়ানোর ঠিক ২ দিন আগে। ম্যাচ রেফারির সাথে ম্যাচ অফিসিয়ালের তালিকায় থাকেন ৪ আম্পায়ার। দুই অন ফিল্ড আম্পায়ারের সাথে দায়িত্ব পালন করেন তৃতীয় আম্পায়ার বা টিভি আম্পায়ার ও চতুর্থ আম্পায়ার। বিরাট কোহলি, বাবর আজমদের চিরপ্রতিদ্বন্দ্বিতার দ্বৈরথে অন ফিল্ড আম্পায়ারের ভূমিকায় থাকবেন বাংলাদেশের প্রখ্যাত আম্পায়ার মাসুদুর রহমান মুকুল। এছাড়া চতুর্থ আম্পায়ারের ভূমিকায় থাকবেন আরেক বাংলাদেশি আম্পায়ার গাজী সোহেল। এশিয়া কাপের এবারের আসরে আম্পায়ারিংয়ের জন্য ২ বাংলাদেশিই ডাক পেয়েছেন। ৪৭ বছর বয়সী মুকুল এখন পর্যন্ত ১৭টি ওয়ানডে ও ২৩টি টি-টোয়েন্টি ম্যাচ পরিচালনা করেছেন। এছাড়া নারীদের ৫টি ওয়ানডে ও ৮টি টি-টোয়েন্টিতে আম্পায়ারের ভূমিকায় ছিলেন তিনি। ৪৩ বছর বয়সী গাজী সোহেল ৪টি টেস্টের পাশাপাশি ৯টি ওয়ানডে ও ২৮টি টি-টোয়েন্টিতে আম্পায়ারিং করেছেন। তবে দুজনের কেউই আগে ভারত-পাকিস্তান ম্যাচ পরিচালনার সুযোগ পাননি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাক-ভারত ম্যাচের দায়িত্বে দুই বাংলাদেশি
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ