বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কুমিল্লায় পুলিশের ধাওয়া খেয়ে ব্রিজ থেকে লাফ দিয়ে রাশেদ (২৫) নামে এক মাদক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
বুধবার দুপুর ১২টার দিকে জেলার মেঘনা উপজেলার ওমড়াকান্দি ব্রিজে এ ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
নিহত রাশেদ উপজেলার বড়কান্দা জলারপাড় এলাকার আবদুর রহিমের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মেঘনা উপজেলার ওমড়াকান্দি এলাকায় একদল মাদক ব্যবসায়ী একটি মাইক্রোযোগে মাদক পাচার করছিল। গোপন সূত্রে এমন তথ্যের ভিত্তিতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার একটি দল ওই এলাকায় অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে মাদক ব্যবসায়ীরা। এ সময় ৫ জন মাদক ব্যবসায়ীকে আটক করলেও ওমড়াকান্দি ব্রিজ থেকে রাশেদ নামে একজন নিচে লাফ দেয়। এতে ঘটনাস্থলে সে মারা যায়।
মেঘনা থানার ওসি মো. আবদুল মজিদ জানান, ওই মাদক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে অপর ৫ মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।