Inqilab Logo

সোমবার, ০১ জুলাই ২০২৪, ১৭ আষাঢ় ১৪৩১, ২৪ যিলহজ ১৪৪৫ হিজরী

করমর্দন ফিরিয়ে দিলো ভারতীয় কূটনীতিক

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২০ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৪ এএম

নেদারল্যান্ডসের দ্য হেগ-এ আন্তর্জাতিক আদালতে সোমবার থেকে কুলভূষণ যাদব মামলার শুনানি শুরু হয়েছে। শুনানি শুরুর আগে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্মসচিব দীপক মিত্তল এবং নেদারল্যান্ডসে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত বেণু রাজা মনিয়নের দিকে এগিয়ে যান পাকিস্তানের অ্যাটর্নি জেনারেল আনোয়ার মনসুর খান। করমর্দনের জন্য হাত বাড়িয়ে দেন পাক প্রতিনিধি। কিন্তু হাত ফিরিয়ে নিয়ে শুধু হাত জোর করে ‘নমস্কার’ করেই সৌজন্য রক্ষা করেছেন দীপক মিত্তল। ফলে বাধ্য হয়ে হাত সরিয়ে নিতে হয় মনসুর খানকে। সৌজন্যের খাতিরে ভারতীয় কূটনীতিকদের দিকে করমর্দনের জন্য হাত বাড়িয়ে দিয়েছিলেন পাক প্রতিনিধি। কিন্তু পাল্টা হাত না মিলিয়ে দু’হাত জড়ো করে সৌজন্য ফিরিয়ে দিয়ে হয়তো ভারতীয় প্রতিনিধিরা বুঝিয়ে দিয়েছেন যে, নমস্কারই তাদের জন্য যথেষ্ট। জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হামলার পর ভারত-পাকিস্তানের মধ্যে কূটনৈতিক সম্পর্কে বৈরিতা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। এর মধ্যেই কুলভূষণ মামলার শুনানি শুরু হয়েছে। রয়টার্স।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কূটনীতিক

২৩ ফেব্রুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ