মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
সাম্প্রতিক বছরগুলোতে মার্কিন যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার অর্থনৈতিক ও কূটনৈতিক বিরোধ ক্রমশ প্রকট হয়ে উঠছে। এমন অবস্থার মধ্যেই বেইজিং থেকে চীনা কূটনীতিকদের নির্দেশ দিয়ে বলা হয়েছে, তারা যেন নিজেদের যুদ্ধাত্মক ভঙ্গি শক্তিশালী করেন। রবিবার সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেওয়া তথ্যানুসারে, বিশ্বব্যাপী জাতীয় প্রচারের ক্ষেত্রে ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির ইতিহাস সম্পর্কে জানতে গত মাস থেকেই গবেষণা শুরু করেছেন চীনের কূটনীতিকরা। দলের শতবর্ষ উদযাপন উপলক্ষে এ নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট শি জিনপিং। গত সপ্তাহে জারি করা এক বিবৃতিতে মন্ত্রণালয়ের কমিউনিস্ট পার্টি সম্পাদক কিউ ইউ বলেন, দলের অতীত ইতিহাস নিয়ে গবেষণার মধ্য দিয়ে আমরা ক্রমাগত নিজেদের কূটনীতিক দক্ষতা বৃদ্ধি করতে পারবো। পাশাপাশি চ্যালেঞ্জ মোকাবিলা ও অন্যদের সাথে কীভাবে সফল চুক্তি করতে হয় তাও ভালোভাবে আয়ত্ব করা যাবে। এতে করে লড়াই করার দক্ষতা বাড়বে। তিনি বলেন, কমিউনিস্ট পার্টির পক্ষে বিশ্বব্যাপী জনসমর্থন আদায় করা চীনা কূটনীতিকদের জন্য জরুরি। যুদ্ধাবস্থার ওপর জোর দেওয়া হচ্ছে যেন ভবিষ্যতে তারা ধারাবাহিকভাবে নিজেদের শক্ত অবস্থান ধরে রাখতে পারে। সাউথ চায়না মর্নিং পোস্ট।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।