বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
মাদক নিয়ন্ত্রণে সবাইকে এগিয়ে আসতে হবে। ২০৪১ সালের উন্নত রাষ্ট্রের যে স্বপ্ন আমরা দেখছি ইয়াবার ছোবলসহ মাদককে নিয়ন্ত্রণ করতে না পারলে সে স্বপ্ন বাস্তবায়ন হবে না। গতকাল মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘মাদক নির্ভরশীলতার জানা-অজানা কথা’ বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এ সব কথা বলেন। তিনি আরো বলেন, বর্তমানে মাদক নিয়ন্ত্রণ আমাদের সর্বোচ্ছ অগ্রাধিকারে রয়েছে। এ বইটি মাদক নিয়ন্ত্রণসহ সংশ্লিষ্ট কর্মকান্ডে নিয়োজিত ব্যক্তিদের জন্য সহায়ক হবে। বইটি লেখার জন্য তিনি লেখক ইকবাল মাসুদকে ধন্যবাদ জানান। ঢাকা আহ্ছানিয়া মিশনের মাদকবিরোধী কার্যক্রমের সাথে দীর্ঘ ২১ বছর সম্পৃক্ত থেকে ইকবাল মাসুদ রচনা করেছেন এই বইটি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মো. জামাল উদ্দীন আহমেদ। এছাড়াও উপস্থিত ছিলেন ঢাকা আহ্ছানিয়া মিশনের সভাপতি কাজী রফিকুল আলম। সভাপতিত্ব করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের ভারপ্রাপ্ত সচিব মো. শহিদুজ্জামান। স্বাগত বক্তব্য রাখেন সাহিত্য প্রকাশের পরিচালক মো. মফিদুল হক।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।