প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
এখন যেসব সিনেমা নির্মিত হচ্ছে তার ৯৫ ভাগের গল্প একরকম। ঘুরে ফিরে একই প্রেমের কাহিনী। ১০০ সিনেমার মধ্যে যে ৫ টি সিনেমা অন্যরকম হচ্ছে, সেগুলোই দর্শক দেখছে, হিট হচ্ছে। কথাগুলো বললেন, গুণী চিত্রপরিচালক জাকির হোসেন রাজু। তিনি দীর্ঘদিন ধরে সিনেমা পরিচালনা করছেন না। তবে নতুন করে চলচ্চিত্রে ফিরছেন। চলচ্চিত্রাঙ্গণকে চমকে দেয়ার মতো সিনেমা নিয়ে ফিরবেন বলে জানান। তিনি বলেন, একসঙ্গে দুটি সিনেমা নিয়ে ফিরছি। আমি নিজেই সিনেমা দুটি প্রযোজনা করব। প্রডাকশন হাউজের নাম দিয়েছি জেড ফেস্ট। ইংরেজিতে জিরো টু ইনফিনিটি। তিনি বলেন, দুটি সিনেমাই হবে প্রচলিত ধারার বাইরে। গান, মার্কেটিং, ডিস্ট্রিবিউশন, নির্মাণ সবই আলাদা হবে। চলতি সময়ের ধারার বাইরে। আমি চলমান ধারা ভাঙ্গবোই। গল্প, গান সবকিছুই প্রস্তুত। অর্থ সংকটের কারণে কিছু সমস্যা হচ্ছে। তবে এ সমস্যা কাটিয়ে উঠতে পারব। সিনেমা দুটির একটি হবে কমার্শিয়াল ধারার, অন্যটা হবে জাতীয়ভাবে কিছু অর্জনের জন্য। প্রথমে বাণিজ্যিক সিনেমা দিয়ে শুরু করব। প্রাথমিকভাবে শিল্পীদের সঙ্গে আলাপ করে রেখেছি। রাজু জানান, চলচ্চিত্রের মূল সংকট গল্প। ভালো কোনো গল্পের সিনেমা হচ্ছে না। দর্শক সিনেমায় গল্প দেখতে চায়, নায়ক-নায়িকা নয়। আমাদের সিনেমায় গল্পের সংকট রয়েছে। অথচ আমাদের গল্প সংকট নেই। গল্পটা খুঁজে নেওয়ার মানসিকতার অভাব রয়েছে। চারপাশে লাখ লাখ গল্প রয়েছে। এমনও আছে, একজন মানুষের জীবনের গল্প দিয়ে ভিন্নভিন্ন পাঁচটি সিনেমা নির্মাণ করা যায়। রেডিওতে প্রতি সপ্তাহে জীবনের গল্প নামে একটি অনুষ্ঠান শুনি। ওখানে মানুষের জীবনের বিচিত্র সব গল্প শুনে অবাক হই। সেখান থেকে অনেকগুলো নতুন গল্পের অনুপ্রেরণা পেয়েছি। সেগুলো দিয়ে ১০ টা সিনেমা প্লট বানানো যায়। তিনি বলেন, আমি আসছি। যারা বলেন সিনেমা চলে না, তাদের দেখিয়ে দেব, কীভাবে সিনেমা চালাতে হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।