Inqilab Logo

শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ২১ আষাঢ় ১৪৩১, ২৮ যিলহজ ১৪৪৫ হিজরী

চট্টগ্রামে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন ৫ উপজেলা চেয়ারম্যান

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ১৯ ফেব্রুয়ারি, ২০১৯, ৪:৪৪ পিএম

উপজেলা পরিষদ নির্বাচনে চট্টগ্রামের পাঁচটি উপজেলায় চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন পাঁচজন। এ পাঁচটি উপজেলাতে একজন করে প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। জেলা নির্বাচন অফিস থেকে প্রাপ্ত তথ্যমতে, চট্টগ্রামের সাত উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৬৩টি মনোনয়নপত্র জমা পড়েছে। এরমধ্যে চেয়ারম্যান পদে ১০, ভাইস চেয়ারম্যান পদে ৩৪ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৯ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ মুনীর হোসাইন খান জানান, সাত উপজেলার মধ্যে চেয়ারম্যান পদে পাঁচজন, ভাইস চেয়ারম্যান পদে একজন, মহিলা ভাইস চেয়ারম্যান পদে দুইজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন। তারা সবাই আওয়ামী লীগের প্রার্থী। এরমধ্যে সন্দ্বীপে মোঃ শাহাজাহান, সীতাকু-ে এসএম আল মামুন, রাঙ্গুনিয়ায় খলিলুর রহমান চৌধুরী, মীরসরাইয়ে মোঃ জসিম উদ্দিন, রাউজানে একেএম এহছানুল হায়দার চৌধুরী বাবুল একক প্রার্থী। তাদের কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় এসব উপজেলায় চেয়ারম্যান পদে ভোট হচ্ছে না।
এছাড়া ভাইস চেয়ারম্যান পদে রাউজানে ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মীরসরাই ও রাউজানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন। তফসিল অনুযায়ী দ্বিতীয় ধাপের নির্বাচনে মনোনয়নপত্র বাছাই ২০ ফেব্রুয়ারি। ২৭ ফেব্রুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন। ১৮ মার্চ এসব উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: উপজেলা পরিষদ নির্বাচন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ