Inqilab Logo

শনিবার, ০১ জুন ২০২৪, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩১, ২৩ জিলক্বদ ১৪৪৫ হিজরী

ভারতে মহড়ার সময় ২ বিমান বিধ্বস্ত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৯ ফেব্রুয়ারি, ২০১৯, ৪:১৭ পিএম


ভারতের বেঙ্গালুরুর রাজ্যের উত্তরাঞ্চলীয় ইয়েলাহাঙ্কা বিমান ঘাঁটিতে মহড়ার প্রস্তুতির সময় দেশটির বিমানবাহিনীর দু’টি বিমান বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় বিমানে থাকা দুই পাইলট নিরাপদে সেখান থেকে বের হয়ে আসতে সক্ষম হয়েছেন। উদ্ধার কর্মকর্তাদের দেওয়া তথ্যের বরাতে করা প্রতিবেদনে এই বিমান বিধ্বস্তের বিষয়টি নিশ্চিত করেছে দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি।
প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার স্থানীয় সময় সকালে রাজ্যে অ্যারো ইন্ডিয়া শো শুরুর আগের দিন ‘সূর্য কিরণ অ্যারোবেটিক্স গ্রুপে’র দুই বিমানের মধ্যে সংঘর্ষ হলে এ হতাহতের ঘটনা ঘটে। এদিকে ভারতীয় বিমানবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, বর্তমানে বিমানের দুটি পাইলট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। তাদের শারীরিক অবস্থা অনেকটাই সুস্থ।
সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, বেঙ্গালুরুর উত্তরের ইয়ালেহাঙ্কা বিমানঘাঁটির গোটা চত্বরটি কালো ধোঁয়ায় ঢাকা পড়েছে।
অপরদিকে বাহিনীর এক কর্মকর্তা বলেন, ‘এই বিমান দুটি ভারতীয় বিমান বাহিনীর অধীনে থাকা আকাশযান। বুধবার থেকে বেঙ্গালুরুতে শুরু হতে যাচ্ছে এক বিশেষ শো, যা আগামী ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। আমাদের বাহিনী মূলত সেই অনুষ্ঠানের জন্য পূর্বপ্রস্তুতি হিসেবে এই মহড়াটি দিচ্ছিল। আর এ সময় এই দুর্ঘটনাটি ঘটে গেলো।’
উল্লেখ্য, ভারত তার বিমান বাহিনীকে আধুনিকায়নের জন্য কোটি কোটি ডলার বিনিয়োগ করে যাচ্ছে। কেননা তারা প্রতিবেশী দেশ পাকিস্তান এবং চীনের থেকে নিজেদের বাহিনীকে আরও বে



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ