মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
কাশ্মীরের পুলওয়ামার অবন্তীপুরায় গত বৃহস্পতিবার দেশটির কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনীর (সিআরপিএফ) কনভয়ে জঙ্গিদের হামলায় ৪২ জওয়ান নিহত হয়েছেন। এমন ঘটনায় পুরো ভারত ক্ষোভে উত্তাল। এরই মধ্যে নিহত এক জওয়ানের মৃতদেহের পাশে সেলফি তুলে তোপের মুখে পড়েছেন ভারতের কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী আলফোন কানন্থনম।
ঘটনার বিস্তারিত সম্পর্কে জানা যায়, গত শনিবার নিহত সেনা ভি ভি ভাসানাথ কুমারের অন্ত্যেষ্টিক্রিয়া কেরালার থ্রিকেইপেতা গ্রামে অনুষ্ঠিত হয়। সেই অনুষ্ঠানে যোগ দিয়ে ইউনিয়ন মিনিস্টার অব স্টেট কানন্থনম মৃতদেহের সাথে সেলফি তুলে নিজের ফেসবুকে পোস্ট করেন। মুহূর্তের মধ্যে ভাইরাল হয় ওই ছবি। সবাই এর তীব্র সমালোচনা করেন। কেউ লিখেছেন একজন কেন্দ্রীয় মন্ত্রী হয়ে এমন কান্ডহীন কাজ কিভাবে করতে পারেন তিনি। অনেকে মন্ত্রীর এমন ঘটনাকে ‘লজ্জাকর’ বলে আখ্যায়িত করেছেন। সূত্র : ইন্ডিয়া টুডে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।