Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জামালকে রুখে দিয়ে তিনেই রাসেল

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১৭ ফেব্রুয়ারি, ২০১৯, ৮:১৬ পিএম

ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর্ণ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ সংস্করণে যেন চেনাই যাচ্ছেনা বর্তমান রানার্সআপ শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে। বিপিএলের তিনবারের চ্যাম্পিয়নরা লিগে এখন পর্যন্ত ধুঁকে ধুঁকেই এগিয়ে চলেছে। বলা যায় জামালের চেয়ে এবার অনেকটাই উজ্জ্বল শেখ রাসেল ক্রীড়া চক্র। শিরোপার লড়াইয়ে টিকে আছে দলটি। বিপিএলে নিজেদের ষষ্ঠ ম্যাচে শেখ জামালকে রুখে দিয়ে পয়েন্ট টেবিলে তিনেই রইলো শেখ রাসেল। রোববার বিকেলে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে রাসেল-জামাল ম্যাচটি গোলশূণ্য অমিমাংসিতভাবে শেষ হয়। এই ড্র’তে ছয় ম্যাচে চার জয় ও দুই ড্র’য়ে ১৪ পয়েন্ট নিয়ে তালিকার তৃতীয়স্থানে রাসেল। এক ম্যাচ বেশী খেলে তিন জয় এবং দু’টি করে ড্র ও হারে ১১ পয়েন্ট পেয়ে পঞ্চমস্থানেই থাকলো শেখ জামাল।

২০১০-১১ মৌসুমে বিপিএলে খেলতে এসেই চ্যাম্পিয়ন হয়ে চমক দেখায় শেখ জামাল। পরের আসরগুলোতেই তাদের চমকের শেষ ছিলনা। স্থানীয় ও বিদেশী তারকা ফুটবলারের পাশাপাশি ভালো মানের বিদেশী কোচ নিয়োগ দিয়ে ২০১৩-১৪ ও ২০১৫ মৌসুমেও লিগ শিরোপা ঘরে তোলে শেখ জামাল। কিন্তু গেল দু’আসরে অনেক চেষ্টার পরও দলটি লিগ শিরোপার দেখা পায়নি। এবারের আসরেও সেরা হওয়ার সম্ভাবনা নেই তাদের। এমনটা বলা যেতেই পারে। অন্তত তাদের খেলাতে সেটাই প্রমাণ করে। রোববার শেখ রাসেলের বিপক্ষে প্রানপণ চেষ্টা করেও ম্যাচ জিততে পারেনি জামাল। যদিও ম্যাচের শুরুতেই তাদের এগিয়ে যাওয়ার কথা ছিল। সাত মিনিটে শেখ জামালের কিরগিজস্তানের ফরোয়ার্ড ডেভিড ব্রুস মাঝমাঠ থেকে বল বাড়িয়ে দেন আর্জেন্টিনার ফরোয়ার্ড লুসিয়ানো এমানুয়েলকে। লুসিয়ানো বল নিয়ে বক্সে ঢুকে ফাকা পোস্ট পেয়ে বাঁ প্রান্ত দিয়ে শট নেন। কিন্তু দূর্ভাগ্য তার। সেই বল গোলবারে লেগে ফিরে আসে। দুর্ভাগ্য ছিল শেখ রাসেলেরও। ৩৩ মিনিটে রাসেলের উজবেকিস্তানী ফরোয়ার্ড আজিজভ আলিশেরের বক্সের বাইরে থেকে নেয়া জোরালো শট সরাসরি জামালের গোলরক্ষক নাঈমের গ্লাভসে জমা পড়ে।

ম্যাচের ৬৪ মিনিটে দারুণ এক সুযোগ নষ্ট হয় ২০১২-১৩ মৌসুমের চ্যাম্পিয়ন শেখ রাসেলের। এসময় তাদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড আলেক্স রাফায়েল দা সিলভার শট ক্রসবারে লেগে ফিরে আসে। ম্যাচের শেষ দিকে এগিয়ে যাওয়ার সুযোগ পেলেও হতাশ হতে হয় জামালকে। বক্সের ভেতরে ফাঁকায় থাকা জামালের গাম্বিয়ান ফরোয়ার্ড সলোমন কিংসয়ের শট ক্রসবারের ওপর দিয়ে উড়ে যায়। ফলে টানা তিন জয়ের পর ফের ড্র করে পয়েন্ট খোঁয়াতে হলো শেখ জামালকে। আর দ্বিতীয় ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় রাসেলকে। ম্যাচ শেষে শেখ রাসেলের কোচ সাইফুল বারী টিটু বলেন, ‘আসলে আমরা ম্যাচ জেতার মতো খেলতে পারিনি।’ এখন পর্যন্ত লিগে অপরাজিত দল দু’টি বসুন্ধরা কিংস ও শেখ রাসেল। বসুন্ধরা সব ম্যাচ ম্যাচ জিতেছে। শেখ রাসেল দুই ড্র করে খানিকটা পিছিয়ে। এ প্রসঙ্গে টিটুর কথা, ‘রিজেদের চতুর্থ ম্যাচে সাইফ স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ড্র (১-১) আসলে মেনে নেয়ার মতো নয়। নিশ্চিত দু’পয়েন্ট হারিয়েছি আমরা। বসুন্ধরা আমাদের চেয়ে আরো একটু এগিয়ে গেল নিঃসন্দেহে।’ শেখ জামালের নাইজেরিয়ান কোচ জোসেফ আফুসি হতাশ কন্ঠে বলেন, ‘আমাদের হোম ম্যাচে তিন পয়েন্ট প্রয়োজন ছিল। আমরা ভালো খেলেছিলাম। কিন্তু এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে হলো।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফুটবল

২৩ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ