মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
তুরস্কের প্রেসিডেন্ট রজব তৈয়ব এরাদোগান বলেছেন, রাশিয়া থেকে এস-৪০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কেনার বিষয়ে তার দেশ দৃঢ় অবস্থানে থাকবে। শনিবার তুরস্কের এনটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, রুশ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কেনা থেকে পিছিয়ে আসার কোনো প্রশ্নই ওঠে না; এ চুক্তি চূড়ান্ত হয়ে গেছে। আগামী জুলাই মাস থেকে তা হস্তান্তর করা শুরু করবে মস্কো। একইসঙ্গে জাতীয় স্বার্থ অক্ষুণ্ন রেখে তুরস্ক মার্কিন ক্ষেপণাস্ত্র কিনতেও আগ্রহী।
মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা কেনার জন্য আমেরিকার পক্ষ থেকে বেধে দেয়া সময়সীমার মেয়াদ শেষ হওয়ার একদিন পর এ বিষয়ে তুরস্কের সিদ্ধান্ত জানালেন এরদোগান। তিনি বলেন, যতক্ষণ পর্যন্ত তুরস্কের স্বার্থ সংরক্ষণ করবে ততক্ষণ পর্যন্ত আংকারা মার্কিন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কিনতে প্রস্তুত রয়েছে। সূত্র: ডেইলি সাবাহ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।