Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

সফর এক দিন পিছিয়েছে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৭ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৩ এএম

সউদী যুবরাজ মোহাম্মদ বিন সালমানের পাকিস্তান সফর একদিন পিছিয়ে গেছে। গতকাল শনিবার তার পাকিস্তান সফরে আসার কথা ছিল। শুক্রবার দিনের শেষে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সউদী যুবরাজের সফর একদিন পিছিয়ে দেয়া হয়েছে। গতকাল শনিবার তার দু’দিনের পাকিস্তান সফরে আসার কথা ছিল। এখন তিনি আজ রোববার পাকিস্তান সফরে আসবেন। তবে এ সফর পিছিয়ে দেয়ার কারণ সম্পর্কে ইসলামাবাদ বা রিয়াদ থেকে কিছু জানানো হয়নি।
গত বৃহস্পতিবার জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় আধাসামরিক সিআরপিএফ বাহিনীর কনভয়ে আত্মঘাতী হামলায় ৪৪ জন নিহত হওয়ার ঘটনায় ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। ভারত পাকিস্তানকে ইতিমধ্যেই উচিত শিক্ষা দেয়ার হুমকি দিয়েছে। প্রধানমন্ত্রী মোদী প্রতিশোধ গ্রহণের জন্য সেনাবাহিনীকে ছাড়পত্র দিয়েছেন। পাশাপাশি পাকিস্তানকে একঘরে করে ফেলার কাজ শুরু করেছে ভারত।
তবে এসবের সাথে সউদী যুবরাজের সফর পিছানোর কোনো সম্পর্ক আছে কিনা সে বিষয়ে কিছু জানা যায়নি। সূত্র : জি নিউজ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সউদী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ