Inqilab Logo

শুক্রবার ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১, ২৮ রবিউস সানী ১৪৪৬ হিজরি

তুরস্কে ১১০০ গুলেনপন্থি গ্রেপ্তার

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৩ ফেব্রুয়ারি, ২০১৯, ৪:৫৮ পিএম

মঙ্গলবার তুরস্কের রাজধানী আঙ্কারাসহ মোট ৭৬টি প্রদেশে অভিযান চালিয়ে প্রশ্নপত্র ফাঁসের দায়ে ১,১১২জনকে গ্রেপ্তার করা হয়েছে৷ সরকারপক্ষে জানানো হয়, অভিযুক্তরা যুক্তরাষ্ট্র-নিবাসী ইসলামী প্রচারক ফেতুল্লাহ গুলেনের অনুসারী৷ ২০১০ সালে তুরস্ক পুলিশের একটি পরীক্ষা আয়োজিত হয়৷ যে পুলিশ অফিসাররা ডেপুটি ইন্সপেক্টর পদে নিযুক্ত হতে চান, তাদের জন্য ছিল এই পরীক্ষা৷ কিন্তু সেই সময় পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে যায়৷ ফলে বাতিল করতে হয় পরীক্ষাটি৷ খবর আনাদুলু এজেন্সি।

রাষ্ট্রপক্ষের আইনজীবীদের মতে, প্রশ্নফাঁসের পেছনে গুলেনের ভূমিকা ছিল৷ ফলে, গুলেনপন্থি পুলিশ কর্মকর্তারা পরীক্ষার আগেই প্রশ্নপত্র পেয়ে যান৷
সিএনএন তুরস্ক জানায়, দীর্ঘ নয় বছর পর অবশেষে গত মঙ্গলবার এক অভিযানে ১,১১২জন সন্দেহভাজন গুলেনপন্থি পরীক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ৷
উল্লেখ্য, ২০১৬ সালে রাষ্ট্রপতি রজব তৈয়ব এরদোগান ক্ষমতাচ্যুত করার উদ্দেশ্যে তুরস্কে একটি সামরিক অভ্যুত্থানের চেষ্টা হয়৷ তখন সরকার টলাতে না পারলেও সংঘর্ষে মারা যান আড়াইশ' মানুষ৷ ক্ষয়ক্ষতিও হয় বিপুল৷ অভ্যুত্থানের সাথে জড়িত থাকার অভিযোগে ২০১৬ সাল থেকে এখন পর্যন্ত মোট ২ লক্ষ ১৮ হাজার জনকে গ্রেপ্তার করা হয়েছে৷ এর মধ্যে ৭৭ হাজার জন এখনো কারাবন্দি হয়ে বিচারের অপেক্ষায়৷
এজন্য, এরদোগান অভিযোগের আঙুল তোলেন মার্কিন যুক্তরাষ্ট্রের পেনসিলভ্যানিয়া নিবাসী ইসলামী প্রচারক ফেতুল্লাহ গুলেনের দিকে৷ যদিও গুলেন সব অভিযোগ অস্বীকার করেছেন৷
তুরস্কে এবং বিদেশে এরদোগান সম্পর্কে নানা ধরনের মতামত রয়েছে৷ তাকে নব্য-অটোমান ‘সুলতান’ হিসেবে যেমন বিবেচনা করা হয়, তেমনি কারো কারো চোখে তিনি একজন স্বৈরাচারী নেতা৷ রাজনৈতিক জীবনের শুরু থেকেই ইসলামপন্থিদের বিভিন্ন দাবিদাওয়ার ব্যাপারে সচেতন ছিলেন তিনি৷ পাশাপাশি ন্যাটোতে তার নেতৃত্বে বড় ধরনের অবদান রাখছে তুরস্ক৷ সূত্র: রয়টার্স।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তুরস্ক

২৮ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ