শেখ ফজলুল করিমের জীবন ও সাহিত্য
বাঙ্গালী মুসলমানদের লুপ্ত গৌরব ও ইতিহাস ঐতিহ্য নিয়ে যে কয়জন খ্যাতনামা মুসলিম সাহিত্যিক স্মরণীয় বরণীয়
'আমার সোনার বাংলাদেশ ' এই শিশুতোষ ছড়া বইটি লিখেছেন মো.জাহাঙ্গীর আলম।ছড়া গুলো পড়লে শিশুরা খুব আনন্দ পাবে। কাভার ও ইলাসট্রেশন চমৎকার।
লেখক ছোটবেলা থেকেই লেখালেখির সাথে যুক্ত।
এক প্রশ্নের উত্তরে তিনি বলেন,মেলা এবার আরও জমবে।সবচেয়ে বেশি বিক্রি হবে শিশুদের বই।
নিজের বই নিয়ে বলেন,দরদ দেয়লিখেছি।শিশুরা জাতির প্রান।শিশুরা
যদি এবইয়ের সত্য বাদীতা ছড়া পড়ে মহত গুণ অর্জন করতে পারে--এটাই তার কামনা।
বইটি বের করেছে,প্রতিভা প্রকাশনী।স্টলঃ১৫৫। মুল্যঃ১০০টাকা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।