নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
নারীদের নতুন আসর বঙ্গমাতা গোল্ডকাপ অনুর্ধ্ব-১৯ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টে সরকারের সর্বাত্মক সহযোগিতা থাকবে বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান, এমপি। দেশে প্রথমবারে মতো আগামী এপ্রিল-মে মাসে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্টের খেলা। টুর্নামেন্টকে সামনে রেখে মঙ্গলবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভবনে ব্রডকাস্টার আরটিভির সঙ্গে স্বত্বাধিকারি কে, স্পোর্টসের মধ্যে এক চুক্তি স্বাক্ষর হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী। তিনি তার বক্তব্যে বলেন,‘আমরা বাঙ্গালীরা খেলা নিয়ে গর্ববোধ করি। আমাদের সরকার খেলাধুলায় যতটুকু সম্ভব ব্যয় করতে চান। বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব ছিলেন এক মহিয়ষী নারী। তার নামে এই ফুটবল টুর্নামেন্ট সুন্দর ও সুষ্ঠু হবে বলেই আমরা বিশ্বাস করি। আগামীতে এ টুর্নামেন্টে অংশগ্রহণকারী দলের সংখ্যা বাড়বে এবং পুরো বিশ্বে খেলা সম্প্রচার হবে। কেবল আমিই নই, আমাদের গোটা সরকারই এই টুর্নামেন্টের কর্মকান্ডের সঙ্গে সম্পৃক্ত থাকবেন।’
তিনি আরো বলেন,‘আমাদের সরকার খেলাধুলার উন্নয়নে আন্তরিক। বাফুফে থেকে ফুটবল উন্নয়নে বাস্তবসম্মত প্রস্তাবনা পাঠালে তা আমরা অবশ্যই বিবেচনা করে দেখবো।’
অনুষ্ঠানে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন বলেন, ‘আমাদের মেয়েরা চার বছর ধরে ফুটবলে ভালো ফলাফল করে আসছে। তাই আমরা নিজেরা একটা আন্তর্জাতিক টুর্নামেন্ট আয়োজনের উদ্যোগ নিয়েছি। আরটিভি টুর্নামেন্টের সম্প্রচারের দায়িত্ব নিয়েছে। আমি আশা করি, এই টিভি চ্যালেনটি টুর্নামেন্টে বড় ভূমিকা রাখতে পারবে। ফিফা এবং এএফসির টুর্নামেন্টের মধ্যে থেকে সময় বের করে এ ধরণের টুর্নামেন্ট আয়োজনের সাহসী উদ্যোগ নিয়েছি আমরা।’
আরটিভির সিইও সৈয়দ আশিক আহমেদ বলেন, ‘আমরা শুধু টিভিতেই খেলা দেখাবো না, সামাজিক যোগাযোগ মাধ্যমেও টুর্নামেন্টের ক্যাম্পিং করবো। প্রতি রাতে টুর্নামেন্টের হাইলাইটস প্রচার করা হবে। শুধু তাই নয়, ‘এগিয়ে যাওয়ায় নেই মানা’ শিরোনামে আমরা ৯টির মতো ওয়েব সিরিজ তৈরি করবো। বঙ্গমাতা গোল্ডকাপ অনুর্ধ্ব-১৯ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে উচ্চতর জায়গায় নিয়ে যেতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।