নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
আসন্ন গ্রীষ্মকালীন ফুটবলার দলবদলের বাজারে জুভেন্টাসে যোগ দিতে যাচ্ছেন অ্যারোন রামসি। চার বছরের চুক্তিতে সেরি আ চ্যাম্পিয়ন দলটিতে নাম লেখাতে যাচ্ছেন আর্সেনালের ওয়েলস মিডফিল্ডার। বিভিন্ন সুত্রের খবর অনুযায়ী সেখানে সাপ্তাহীক ৩ লাখ ২৫ হাজার পাউন্ড বেতন পাবেন তিনি।
সবচেয়ে অবাক করার ব্যাপার হল, রামসির মত একজন মিডফিল্ডারকে পেতে কোন অর্থই খরচ করতে হচ্ছে না জুভেন্টাসকে। একেবারেই ফ্রি ট্রান্সফার ফিতে ক্রিশ্চিয়ানো রোনালদো, পাওলো দিবালাদের দলে যোগ দিচ্ছেন ২৮ বছর বয়সী। তাকে রাখতে দৃশ্যত কোন চেষ্টাই করেননি গানার গুরু উনাই এমিরি। সামাজিক যোগাযোগ মাধ্যমে রামসি বলেন, গানার দলে ১১ বছরের সম্পর্ক ছেদ করে চলে যেতে তার ‘কষ্ট’ হবে। তিনি বলেন, ‘আপনারা হয়ত ইতোমধ্যে জেনে গেছেন, জুভেন্টাস ফুটবল ক্লাবের সঙ্গে আমি প্রাক চুক্তিতে রাজি হয়েছি।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।