Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যৌনপল্লীতে নয়, অভিজাত এলাকাতেই রমরমিয়ে দেহ ব্যবসা

হিমসিম ভারতের হায়দরাবাদ পুলিশ

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১২ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:৫০ এএম

যৌনপল্লী বললে এক একজন মানুষের মধ্যে এক একরকম প্রতিক্রিয়া হয় ৷ কেউ শারীরিক চাহিদা মেটানোর জন্য সেখানে যান কেউ আবার শহরের যে সব নির্দিষ্ট প্রান্তে যৌনপল্লী আছে সেটা এড়িয়ে যান ৷ কিন্তু এখন আর সেটা করার জো থাকবে না৷ এখন শহরের বিভিন্ন অভিজাত এলাকাতেও রমরমিয়ে চলছে দেহব্যবসা৷ 

হায়দরাবাদে এই পেশা এতটাই জাল বিস্তার করেছে যে পরিস্থিতি আয়ত্তে আনতে হিমসিম খেয়ে যাচ্ছে পুলিশ৷ ২০১৩ থেকে বিভিন্ন ওয়েবসাইট ও সংবাদপত্রে দেহব্যবসার বিজ্ঞাপন দেওয়া হচ্ছে রাখঢাক না রেখে৷ তার মধ্যে সবচেয়ে মারাত্মক Wikisexguide.com ৷ এমনটাই জানাচ্ছে রাচকোন্ডা স্পেশাল অপরাশেনস টিম এই ওয়েবসাইটকে নিয়ে হিমসিম
নিজেদের বিজ্ঞাপনে অর্ধনগ্ন মহিলাদের ছবি দিয়ে শুরুটা হয়৷ আগ্রহী ক্লায়েন্টরা ফোনে যোগাযোগ করলে তাদের ৫০ শতাংশ পেমেন্ট দিয়ে দিতে হয়৷ এরপর ক্লায়েন্টের সুবিধাজনক সময়ে যোগাযোগ করে নেওয়া হয়৷
হোয়াটস অ্যাপে চ্যাটের পর কোথায় বিষয়টা হবে সেটা ঠিক হয়৷ কাস্টমার নিজের পছন্দের মহিলা বেছে নিলে তিনি অ্যাপ ক্যাবে এসে তাঁকে তুলে নেন৷ এদের সঙ্গে যাঁরা যোগাযোগ করান তাঁদের সার্ভিস প্রোভাইডারও বলা হয়৷ এদের দাবি থাকে পৃথিবীর কোনও প্রান্তে যে ধরণের পরিষেবা থাকে তার চেয়ে এটা আরও আলাদা হবে৷
পুলিশ জানাচ্ছে বিভিন্ন জায়গায় তারা এই চক্রকে আটকানোর জন্য তারা নিয়মিত রেড করছেন৷ বিভিন্ন জায়গা থেকে ধরপাকড়ও চলছে৷ আসলে এভাবে দেহ ব্যবসার লাগামছাড়া বৃদ্ধিতে বেশ নাজেহাল হায়দরাবাদ পুলিশ৷



 

Show all comments
  • lutfur khan ১২ ফেব্রুয়ারি, ২০১৯, ৯:৫৬ এএম says : 1
    হায় ! হায়!
    Total Reply(0) Reply
  • jack ali ১২ ফেব্রুয়ারি, ২০১৯, ১২:০৯ পিএম says : 0
    Please do not publish these dirty picture---our youth's are getting addicted by these dirty picture----
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ভারত


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ