মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
আইনি লড়াইয়ে সাবেক দলের নেতৃত্ব হারানোর পর মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মামুন আব্দুল গাইয়ুম নতুন দল নিবন্ধনের জন্য রোববার আনুষ্ঠানিকভাবে আবেদন করেছেন। বিরোধী প্রগ্রেসিভ পার্টি অব মালদ্বীপ (পিপিএমি)’র নেতৃত্ব গাইয়ুমের হাতে ফিরিয়ে দেয়ার বিষয়ে দেওয়ানী আদালতে দায়ের করা দুটি মামলা গত সপ্তাহে সুপিম কোর্ট খারিজ করে দেয়।
সৎভাই আব্দুল্লা ইয়ামিনের সঙ্গে বিরোধে জড়িয়ে দলীয় প্রধানের পদ থেকে অনাড়ম্বরে বিদায় নেন গাইয়ুম। গত বছর ফেব্রুয়ারিতে সরকারকে ক্ষমতাচ্যুত করার অভিযোগে কারাগারে আটক থাকার সময় ৮০ বছর বয়সী এই নেতা মামুন রিফর্ম মুভমেন্ট (এমআরএম) শুরু করেন। উচ্চ আদালতের রায়ের পর তিনি এখন এমআরএম-কে নতুন দল হিসেবে নিবন্ধন প্রদানের জন্য নির্বাচন কমিশনের কাছে আবেদন করেছেন। আদালতের রায়ের পর ইয়ামিনও নতুন দল গঠন করেছেন। সূত্র : এসএএম।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।