Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

গোদাগাড়ীতে মনোনয়নপত্র উত্তোলন করলেন ১১ জন

গোদাগাড়ী (রাজশাহী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১০ ফেব্রুয়ারি, ২০১৯, ৬:০০ পিএম

বিএনপি জামায়াত নির্বাচন না করায় গোদাগাড়ীতে তেমন নির্বাচন উত্তাপ না থাকায় পরেও বাংলাদেশ নির্বাচন কমিশন ঘোষিত ৫ম উপজেলা পরিষদ নির্বাচনে রোববার (১০ ফেব্রুয়ারী ) বিকাল পর্যন্ত রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় চেয়ারম্যান পদে ৫ জন, ভাইস চেয়ারম্যান পদে ৫ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১ জন মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। গোদাগাড়ী উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানাযায়, রোববার বিকেল পর্যন্ত চেয়ারম্যান প্রার্থী হিসেবে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনিত প্রার্থী গোদাগাড়ী উপজেলা যুবলীগ সভাপতি মোঃ জাহাঙ্গীর আলম, গোদাগাড়ী উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ বদিউজ্জামান, ওয়ার্কাস পাটির বীর মুক্তিযোদ্ধা, পানি উন্নয়ন বোর্ডের সাবেক পরিচালক মোঃ সাইদুর রহমান, জাতীয় পার্টি হতে এ্যাড. সালাহ উদ্দীন বিশ্বাস ও মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। ভাইস চেয়ারম্যান পদে গোদাগাড়ী পৌর আওয়ামী লীগ সহ-সভাপতি আব্দুল মালেক, গোদাগাড়ী উপজেলা যুবলীগের সাবেক সভাপতি শফিকুল ইসলাম সরকার, গোদাগাড়ী উপজেলা সাবেক ভারপ্রাপ্ত আওয়ামীলীগ সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান, রাজশাহী জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সালমান ফিরোজ ফয়সাল ও জাতীয় পার্টির মোঃ তৌহিদুল ইসলাম। এদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে একমাত্র গোদাগাড়ী উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি সুফিয়া খাতুন মিলি মনোনয়ন ফরম উত্তোলন করেছেন। গোদাগাড়ী উপজেলা সহকারি রিটানিং অফিসার ও নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মশিউর রহমান বলেন, প্রার্থীরা আপন আপন মনোনয়ন সংগ্রহ করেছেন। আগামি ১০ মার্চ নির্বাচনের জন্য আমাদের সকল ধরনের প্রস্ততি সম্পন্ন করা হয়েছে। এই নির্বাচনটি অবাধ, সুষ্ট ও নিরপেক্ষভাবে গ্রহনের জন্য সকল পর্যায়ের মানুষের নিকট সহযোগিতা কামনা করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: উপজেলা পরিষদ নির্বাচন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ