মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ভারতীয় টুইটার ব্যবহারকারীদের কোন টুইটে ‘cow’ (গরু) শব্দটি পাওয়া গেলে তা মুছে দেয়া হচ্ছে। দেশটির সংবাদমাধ্যম দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসের খবর অনুযায়ী, বেশ কয়েকজন ভারতীয় টুইটার ব্যবহারকারী অভিযোগ করেছেন তারা টুইটে ‘গরু’ শব্দটি কোনভাবে ব্যবহার করতে পারছেন না। তবে ভারতের বাইরে থেকে শব্দটি ব্যবহার করা হলে তা দেখতে কোন অসুবিধা হচ্ছে না।
সারা সালভাদর নামক নিউইয়র্ক ভিত্তিক এক সাংবাদিক জেফ বেজোস এর এক টুইট শেয়ার করে তার নিজস্ব অ্যাকাউন্ট থেকে ‘holy cow’ লিখেছিলেন। তা তার টুইটার অ্যাকাউন্টের আমেরিকান অনুসারীরা দেখতে পেলেও ভারতীয় অনুসারীরা দেখতে পাচ্ছেন না বলে অভিযোগ করেন তিনি। এই ধরনের আরো অভিযোগ পর্যবেক্ষণ করার জন্য বিজেপির সংসদ সদস্য অনুরাগ ঠাকুরের নেতৃত্বে ৩১ সদস্যের একটি প্যানেল গঠন করা হয়েছে বলে ভারতীয় সংবাদমাধ্যম দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে।
প্রসঙ্গত, গরু নিয়ে অনেক বিচিত্র ঘটনা-দুর্ঘটনা এমনকি সহিংসতারও জন্ম হয়েছে ভারতে। বিজেপি সরকার ক্ষমতায় আসার পর ভারতের বিভিন্ন রাজ্যে গরু জবাই নিষিদ্ধ করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।