Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রহমতগঞ্জের সঙ্গে ড্র করে প্রথম পয়েন্ট নোফেলের

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ৯ ফেব্রুয়ারি, ২০১৯, ৯:১৩ পিএম

ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর্ণ আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগে প্রথম পয়েন্টের দেখা পেল আরেক নবাগত নোফেল স্পোর্টিং ক্লাব। শনিবার বিকেলে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে নোফেল স্পোর্টিং ২-২ গোলে ড্র করেছে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির বিপক্ষে। রহমতগঞ্জের পক্ষে সিও জোনপিও এবং মানডে ওসাজী একটি করে গোল করেন। নোফেলের রোমান ও ইসমাইল বাঙ্গুরা দু’গোল শোধ দেন। ম্যাচের প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে থাকলেও বিরতির পর রহমতগঞ্জের ফরোয়ার্ড সোহেল রানা লালকার্ড পেলে দশজনের দলে পরিণত হয় রহমতগঞ্জ। ফলে দু’গোল শোধ দেয় নোফেল। ৬১ মিনিটে নিজেদের বক্সে নোফেলের ডিফেন্ডার মাসুদ রানা মৃধাকে অবৈধভাবে বাধা দেন সোহেল রানা। আগেই একবার হলুদ কার্ড দেখেছিলেন তিনি। রেফারি সুজিত ব্যনার্জি দ্বিতীয় হলুদ কার্ড দেখালে মাঠ ছাড়েন সোহেল। টানা তিন হারের পর এই ড্রতে চার ম্যাচে মাত্র ১ পয়েন্ট পেয়ে তালিকার ১২তমস্থানে জায়গা হলো নোফেলের। পাঁচ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে দশমস্থানে আছে রহমতগঞ্জ। ম্যাচের শুরু থেকেই আক্রমণাতক ফুটবল উপহার দেয় রহমতগঞ্জ। ফলে বিরতির আগে দু’গোল পায় তারা। ২৫ মিনিটে নাইজেরিয়ান ডিফেন্ডার এলিটা বেনজামিন জুনিয়ার ফাউল করেন রহমতগঞ্জের কঙ্গোর ফরোয়ার্ড সিও জোনাপিওকে। ফয়সাল আহমেদের ফ্রি কিকে হেড নেন নাইজেরিয়ান মানডে ওসাজি। সেই বলে লাস্ট ফিনিশিং দেন জোনপিও (১-০)। মিনিট ছয়েক পর ব্যবধান দ্বিগুন করে রহমতগঞ্জ। মিডফিল্ডার ফয়সাল আহমেদের পাসে বল জালে জড়ান মানডে ওসাজী (২-০)। তবে দ্বিতীয়ার্ধে মাঠে নেমেই যেন দৃশ্যপট পাল্টে দেয় নোফেল। ৪৯ মিনিটে এক গোল শোধ করতেও সমর্থ হয় তারা। গিনির ফরোয়ার্ড ইসমাইল বাঙ্গুরার পাসে গোল করেন মিডফিল্ডার রোমান (২-১)। ৬১ মিনিটে দশ জনের দলে পরিণত হয় রহমতগঞ্জ। বল নিয়ে বক্সে ঢুকে পড়ার পর ডিফেন্ডার মাসুদ রানা মৃধাকে অবৈধভাবে বাধা দেন রহমতগঞ্জের ফরোয়ার্ড সোহেল রানা। আগেই একবার হলুদ কার্ড দেখেছিলেন। রেফারি সুজিত ব্যনার্জি দ্বিতীয় হলুদ কার্ড দেখালে মাঠ ছাড়েন সোহেল। ইসমাইল বাঙ্গুরার পেনাল্টি শট সরাসরি আশ্রয় নেয় জালে। ম্যাচে ফের সমতা আসে (২-২)। শেষ পর্যন্ত তৃতীয় ড্র নিয়ে মাঠ ছাড়ে রহমতগঞ্জ। পাঁচ ম্যাচ খেলে এখন পর্যন্ত জয়ের মুখ দেখেনি পুরানো ঢাকার দলটি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফুটবল

২৩ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ