বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কবিরহাট উপজেলার ধানশালিক ইউনিয়নে এক গৃহবধূ (৩২) কে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে তার এক স্বামীর বন্ধুর বিরুদ্ধে। এসময় ভিকটিমের ছোঁড়া মরিচের গুঁড়া ও দা’এর কোপে আহত হয়েছে অভিযুক্ত মানিক (৩৮) নামের সেই ব্যক্তি।
শুক্রবার দুপুরে গ্রেপ্তারকৃত মানিককে কারাগারে প্রেরণ করা হয়েছে। গ্রেপ্তারকৃত মানিক ধানশালিক ইউনিয়নের চরগুল্লাখালি গ্রামের আব্দুল হাইয়ের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গৃহবধূর স্বামী গাড়ী চালক হওয়ার সুবাধে চট্টগ্রামে থাকে। কিন্তু পারিবারিক বিষয় নিয়ে স্বামীর সাথে জামেলা ছিল ভিকটিমের। মানিক যাদিও ভিকটিমকে চাচি বলে ডাকতো কিন্তু তার স্বামীর সাথে তার বন্ধুর সম্পর্ক ছিল। বন্ধুর অনুপস্থিতিতেও তাদের বাড়ীতে যাতায়ত ছিল মানিকের।
এরসূত্র ধরে স্বামী-স্ত্রীর মধ্যে সু-সম্পর্ক গড়ে দিবে এমন আশা দিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় একটি তাবিজ নিয়ে ভিকটিমের ঘরে যায় মানিক। ঘরে বসে কথা বলার একপর্যায়ে মানিক ওই গৃহবধূর মুখে বালিশ চাপা দিয়ে ধর্ষণের চেষ্টা করলে তার চোখে মরিচের গুঁড়া নিক্ষেপ করে ভিকটিম। এসময় সে নিজেকে রক্ষা করতে ঘরে থাকা দা দিয়ে মানিকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরে স্থানীয় লোকজন ছুটে আসলে মানিক আহত অবস্থায় পালিয়ে গিয়ে কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাটের একটি হাসপাতালে ভর্তি হয়।
কবিরহাট থানার ওসি মির্জা মোহাম্মদ হাছান বিষয়টি নিশ্চিত করে জানান, ভিকটিমের দায়ের করা মামলার ভিত্তিতে অভিযুক্ত মানিককে হাসপাতাল থেকে গ্রেপ্তার করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।